দেশজুড়ে এখনও জ্বলছে অসন্তোষের আগুন। মোদী সরকারের অগ্নিপথ প্রকল্প নিয়ে চলছে প্রতিবাদের ঝড়। এবার বিজেপিশাসিত ‘ডবল ইঞ্জিন’ রাজ্য হরিয়ানাতেই দেখা গেল বিদ্রোহ। সংখ্যাগরিষ্ঠ গ্রাম পঞ্চায়েত প্রধান এবং কয়েকটি কৃষক সংগঠনের তরফ থেকে বলা হয়েছে, এই প্রকল্পে আবেদন করে যে সব তরুণ সেনাবাহিনীতে যোগ দেবে, তাদের পরিবারকে সামাজিকভাবে বয়কট করা হবে। পাশাপাশি বিজেপি-জেজেপি নেতাদেরও বয়কটের ডাক দেওয়া দিয়েছে সেই সংগঠনগুলি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বুধবার হরিয়ানার রোহতকে গ্রাম পঞ্চায়েত এবং কয়েকটি কৃষক সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে বসে।
প্রসঙ্গত, উক্ত বৈঠকে রাজস্থান, হিমাচল প্রদেশ, পঞ্জাবের বিভিন্ন গ্রামের পঞ্চায়েত প্রধান এবং ওই সব রাজ্যের কৃষক সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে যোগ দিয়েছিলেন। যোগ দিয়েছিল হরিয়ানা-সহ ওই সব রাজ্যের বেশ কয়েকটি ছাত্র সংগঠনের নেতা এবং সদস্যরা। এরপর সেখানেই সকলে সমবেতভাবে সিদ্ধান্ত নিয়েছে, হরিয়ানার যে সব তরুণ অগ্নিপথ প্রকল্পে সেনাবাহিনীতে ভর্তি হবে, তাদের তো সামাজিকভাবে এক ঘরে করে দেওয়া হয়ে। ওই সব তরুণের পরিবারকে সামাজিকভাবে বয়কট করা হবে। এই সিদ্ধান্ত যে বেনজির, তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ, হরিয়ানা বিজেপিশাসিত রাজ্য। সেই রাজ্যে সংখ্যাগরিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান সরকারি প্রকল্পের বিরোধিতা করছে। তাদের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে রাজ্যের বিভিন্ন ছাত্র সংগঠন। উল্লেখ্য, সেই সব সংগঠনের মধ্যে পদ্ম শিবিরের ছাত্র সংগঠনের প্রতিনিধিরাও ছিলেন। যা নিয়েই প্রবল চাপে বিজেপি নেতৃত্ব।