ইডির হাত থেকে বাঁচতেই বিজেপির শরণাপন্ন হয়েছেন একনাথ শিণ্ডে-সহ অন্যান্য বিধায়করা। এবার এমনই বিস্ফোরক দাবি করলেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত। বোমা ফাটিয়ে তিনি বলেন, ‘শিণ্ডে-সহ বিদ্রোহী সিবসেনা বিধায়কদের মধ্যে ১৭ থেকে ২০ জন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে রয়েছেন।’
সঞ্জয় রাউতের আরও দাবি যে, ‘১৭ থেকে ২০ জন সরাসরি ইডির নজরে। এছাড়া আরও ১০ থেকে ১৫ জন বিধায়ক ইডির নোটিশ পাওয়ার ভয় পাচ্ছেন।’ অর্থাৎ, সেনার বিদ্রোহী শিবিরের আদর্শগত পার্থক্যের দাবি আসলে তুচ্ছ, আসলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে পড়া থেকে বাঁচতেই যে শিণ্ডে সহ অন্যান্য বিধায়কদের এই আচরণ তা স্পষ্ট করে দিয়েছেন শিবসেনা মুখপাত্র।
বৃহস্পতিবার এক বেসরকারি সংবাদ মাধ্যমকে রাউত বলেছেন, ‘আমার তথ্য অনুসারে বেশিরভাগ বিদ্রোহী বিধায়ক ইডির নোটিস পেয়েছেন। বিজেপি ইডির মাধ্যমে তাদের ওপর চাপ সৃষ্টি করছে। অন্যান্য বিধায়করাও এজেন্সির নজরে ছিলেন।’ শিণ্ডেও কি ইডি-র নোটিসের ভয় পাচ্ছেন? রাউতের উত্তর, ‘হ্যাঁ, আমার তথ্য অনুযায়ী…।’
সেনার এক সিনিয়র নেতা বলেছেন, ‘বিদ্রোহী গোষ্ঠীর অনেক নেতা ইডি অফিসে ঘোরাফেরা করছেন। আর তার পরেই একনাথ শিণ্ডে বিজেপি নেতাদের সঙ্গে দেখা করছেন। এটা স্পষ্ট যে তারা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ঝামেলামুক্ত হতে চাইছেন।’