প্রত্যেক পার্টি সদস্যকে কোনও না কোনও গণফ্রন্টে যুক্ত হয়ে কাজ করার সিদ্ধান্ত সব ক্ষেত্রে অনুসরণ করা হচ্ছে না। তাই এবার চাপে পড়ে হুলিয়া জারি করতে বাধ্য হল আলিমুদ্দিন। প্রত্যেক পার্টি সদস্যের গণসংগঠনে কাজ করা বাধ্যতামূলক বলে নির্দেশ দিল রাজ্য সিপিএম।
প্রসঙ্গত, ছাত্র, যুব, শ্রমিক-সহ বিভিন্ন গণফ্রন্টে কাজ করার ক্ষেত্রে পার্টি সদস্যদের অনীহা রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। আর পার্টি কর্মীদের এই মনোভাবে সংকট বেড়েছে আলিমুদ্দিনের। কারণ, গণসংগঠন, বিশেষ করে ছাত্র, যুব, মহিলা, কৃষক, শ্রমিক শাখা শক্তিশালী না হলে সিপিএমের ঘুরে দাঁড়ানো অসম্ভব। গণসংগঠনই পার্টির মূল শক্তি। আর সেই গণসংগঠন পরিচালনায় প্রধান দায়িত্ব থাকে সেখানে কাজ করা পার্টির সদ্যসদেরই। অন্যদিকে, পার্টি চলার ক্ষেত্রে সদস্যদের লেভি প্রদান বড় বিষয়। আর সেই লেভি দেওয়া নিয়েও পার্টি সদস্যদের মধ্যেও অনীহা লক্ষ্য করছে আলিমুদ্দিন। লেভি কম দেওয়ার জন্য অনেকে পার্টিতে আয় গোপন করছে।