দু’বছর করোনার অতিমারির পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সবকিছু। তারপরেও আশঙ্কা কাটেনি পুরোপুরি। ইংল্যান্ডের বিরুদ্ধে ১ জুলাই থেকে টেস্ট শুরু ভারতের। তার আগে ভারতীয় দলের অনুশীলন নিয়ে অনিশ্চয়তা। একাধিক সদস্য করোনা আক্রান্ত হয়েছিলেন। করোনা আক্রান্ত হয়েছিলেন বিরাট কোহলি। মলদ্বীপে ঘুরতে গিয়ে করোনা হয়েছিল তাঁর। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানানো হয়েছে, এখন সুস্থ আছেন তিনি। রবিচন্দ্রন অশ্বিনের করোনা হয়েছিল। সেই কারণে দলের সঙ্গে ইংল্যান্ড যেতে পারেননি তিনি। গত সপ্তাহে ভারতীয় দল ইংল্যান্ড যায়। লন্ডন পৌঁছে জানা যায় করোনা আক্রান্ত বিরাট।
সূত্রের খবর, মলদ্বীপে ঘুরতে গিয়ে করোনা আক্রান্ত হন তিনি। যদিও লন্ডনে বেশ কিছু সমর্থককে বিরাটের সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছিল। লেস্টারশায়ারের বিরুদ্ধে ২৪ জুন থেকে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ভারতের। সেই ম্যাচে বিরাটদের নাও খেলতে দেখা যেতে পারে। করোনা থেকে সেরে ওঠার পর ক্রিকেটারদের বেশি পরিশ্রম করানোর পক্ষপাতী নয় বোর্ড। সূত্রের খবর ভারতীয় দলের আরও অনেকের করোনা সংক্রমণ থাকতে পারে। আইপিএলের পর ছুটি কাটাতে মলদ্বীপ গিয়েছিলেন বিরাট এবং তাঁর পরিবার। অনুষ্কা শর্মা এবং বিরাট সেখানকার ছবিও দিয়েছিলেন। ১৩ জুন তাঁরা দেশে ফিরেছিলেন।
Read: বড়জোড় সরকার ভাঙবে… – শিন্ডের সঙ্গে বৈঠকের পর রাউতের টুইটে শোরগোল, আজই ইস্তফা উদ্ধবের?
Tweet: বড়জোড় সরকার ভাঙবে… – শিন্ডের সঙ্গে বৈঠকের পর রাউতের টুইটে শোরগোল, আজই ইস্তফা উদ্ধবের?
Virat Kohli