সামনেই উপনির্বাচন। আর এই পরিস্থিতিতে উত্তপ্ত হয়ে উঠল গোটা এলাকা। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনিয়া চিত্তামারা জয়নগর এলাকায়।
জানা গিয়েছে, আগরতলায় গিয়ে উপনির্বাচনে তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচারে অংশ নিয়ে ছিল ওই আহত যুবক। আর ভোট প্রচারে অংশ নেওয়ার অপরাধে ওই কর্মীকে মারধরের অভিযোগ উঠল শাসক দল বিজেপির বিরুদ্ধে। অভিযোগকারি আহত তৃনমুল কর্মীর নাম রঞ্জিত দাস। বাড়ি বিলোনিয়া থানাধীন চিত্তামারা গ্রাম পঞ্চায়েতের জয়নগর এলাকায়। আহত তৃণমূল কর্মী রঞ্জিত পেশায় একজন অটোচালক।
ওই তৃণমূল কর্মী রঞ্জিত দাসের অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে শাসক দল বিজেপির কর্মীরা জয়নগরের বাজার এলাকায় তাকে মারধর করে। শুধু তাই নয়, কর্মীকে মারধরের পাশাপাশি অটো নিয়ে রাস্তায় না বের হবারও হুমকি দেয় বলে অভিযোগ। আর যদিও সে অটো নিয়ে রাস্তায় বের হলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে জানায় আহত তৃনমুল কর্মী। ইতিমধ্যেই এই ঘটনায় বিলোনিয়া থানাতে মামলা দায়ের করা হয়েছে।
বর্তমানে আহত তৃণমূল কর্মী বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন। জয়নগর বাজারের উপস্থিত লোকজনের সামনে তৃণমূল কর্মীকে বিজেপি দলের লোকজন আক্রমণ করলেও বাজারের উপস্থিত কেউ এগিয়ে আসেনি। অবশেষে কোনও মতে সেখান থেকে পালিয়ে যায় তৃণমূল কর্মী রঞ্জিত দাস। এই ঘটনার খবর পেতেই তৃণমূলের নেতাকর্মীরা ছুটে যায় রণজিৎ দাসের বাড়িতে। সেখান থেকে রঞ্জিত দাসকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। এই ঘটনায় তৃণমূলের নেতৃত্বরা তীব্র নিন্দা জানিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।
Read: ভালো নেই ‘দাদার কীর্তি’র পরিচালক তরুণ মজুদার – কিডনির সমস্যার সঙ্গে ফুসফুসে সংক্রমণ
Tweet: ভালো নেই ‘দাদার কীর্তি’র পরিচালক তরুণ মজুদার – কিডনির সমস্যার সঙ্গে ফুসফুসে সংক্রমণ
Tripura Byelection 2022