কিছুদিন আগেই রাজ্যসভা ভোটে মহারাষ্ট্রের শাসক জোটের ঘর ভাঙিয়ে একটি বাড়তি আসনে জিতেছিল বিজেপি। এর পর বিধান পরিষদের ভোটেও একই ঘটনা ঘটিয়ে ১০টি আসনের মধ্যে পাঁচটিকে জিতেছে পদ্ম শিবির। এবার মারাঠা ভূমে ফের বিধায়ক ভাঙানোর খেলা খেলছে গেরুয়া শিবির। আর তার জেরে সরকার বাঁচাতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন উদ্ধব ঠাকরে। একদিকে যখন গুয়াহাটিতে ঘাঁটি গেড়েছেন একনাথ শিন্ডে, অন্যদিকে তখন মহারাষ্ট্রে ক্যাবিনেট বৈঠকের ডাক দিয়েছেন উদ্ধব। জোট সরকারের ভবিষ্যৎ নিয়ে পর্যালোচনার জন্য বুধবার বেলা ১টা নাগাদ বৈঠকে বসবে মহা বিকাশ অঘাড়ির শরিক দলগুলি।
মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে এদিনের বৈঠকে উপস্থিত থাকতে পারেন কংগ্রেস নেতা কমলনাথ। তাঁকে ইতিমধ্যেই গোটা পরিস্থিতির উপর নজর রাখতে পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছে হাইকমান্ড। একইসঙ্গে থাকতে পারেন এনসিপি প্রধান শরদ পাওয়ারও
অন্যদিকে, বৈঠকের ডাক দিয়েছেন মহারাষ্ট্রের বিদ্রোহী মন্ত্রী একনাথ শিন্ডেও। জানা গিয়েছে, এদিন বেলা ২টো নাগাদ গুয়াহাটির হোটেলেই বৈঠক করবেন তিনি। সুরাট থেকে এবার দলবল নিয়ে ইতিমধ্যেই শিন্ডে পৌঁছে গিয়েছেন গুয়াহাটিতে। সেখানে বিজেপি নেতাদের সঙ্গে দেখাও করেন তিনি। শিন্ডে জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর কাছে ৪০ জন বিধায়কের সমর্থন রয়েছে। তার মধ্যে রয়েছেন ৩৩ জন শিবসেনার বিধায়ক এবং সাতজন নির্দল। সূত্রের খবর, আরও দুই বিধায়ক ইতিমধ্যেই শিন্ডেবাহিনীর সঙ্গে যোগ দিয়ে গুয়াহাটি উড়ে গিয়েছেন।
প্রসঙ্গত, গুয়াহাটির পাঁচতারা হোটেলে হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতি কার্যত একাধিক জল্পনা উসকে দিয়েছে। যদিও একনাথ শিন্ডের দাবি, এখনও তিনি শিবসেনাতেই রয়েছে। কোনও পরিস্থিতিতেই কিংবা ক্ষমতার লোভে তিনি বালাসাহেব ঠাকরের আদর্শের সঙ্গে বেইমানি করবেন না। এদিকে, একনাথ শিন্ডের গোঁসা ভাঙতে চেষ্টা করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। কিন্তু, তাতে চিঁড়ে ভেজেনি। বিদ্রোহী মন্ত্রী শিবসেনার সঙ্গে কংগ্রেস-এনসিপি নয়, মিত্র হিসেবে বিজেপিকেই চাইছেন বলে জানিয়ে দিয়েছেন বলে খবর। শিন্ডের সঙ্গে প্রায় ১৫ মিনিট টেলিফোনে কথা বলেন উদ্ধব। বিজেপি যে শিবসেনাকে বিপদে ফেলছে সেই তথ্য তুলে ধরেন উদ্ধব ঠাকরে। কিন্তু, লাভের লাভ কিছুই হয়নি।
Read: গুজরাত থেকে আসামে – ‘দল ছাড়ছি না, বেড়াতে এসেছি’, আশ্বাস শিন্ডের, বিশ্বাস করছে না শিবসেনা
Tweet: গুজরাত থেকে আসামে – ‘দল ছাড়ছি না, বেড়াতে এসেছি’, আশ্বাস শিন্ডের, বিশ্বাস করছে না শিবসেনা
uddhav-thackeray