এবার দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও প্রচারিত হবে মমতা সরকারের কীর্তি। হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলায় চালু হওয়া বিভিন্ন প্রকল্পের সাফল্য প্রদর্শিত হবে লাস ভেগাসে। ১ থেকে ৩ জুলাই লাস ভেগাসে অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকা বাঙালি কনফারেন্স। সেই কনফারেন্সেই রাজ্যের বিভিন্ন প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরা হবে প্রদর্শনীর মাধ্যমে।
নবান্ন সূত্রে খবর, কন্যাশ্রী, সবুজ সাথী-সহ যেসব প্রকল্প স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে, সেগুলিও প্রদর্শন করা হবে। ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে দুর্গাপুজো। সেই সাফল্যও বড় আকারে তুলে ধরা হবে লাস ভেগাসের কনফারেন্সে। দুর্গাপুজোর ভিডিয়ো, রেড রোড কার্নিভ্যালের ভিডিয়ো দেখানো হবে প্রদর্শনীতে।
শুধু তাই নয়। এর পাশাপাশি পুরনো দিনের বেশ কিছু বিখ্যাত সিনেমা, যার প্রিন্ট নষ্ট হয়ে গিয়েছিল, সেরকম সব সিনেমার ডিজিটাল প্রিন্টের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। যার মধ্যে সত্যজিতের রায়ের বানানো সিনেমাও আছে। সম্মেলনে দেখানো হবে সেই সিনেমাগুলি। জানা গিয়েছে, রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগেই এই আয়োজন। যার মূল লক্ষ্য প্রবাসী বাঙালিদের সামনে রাজ্যের সাফল্য তুলে ধরা।
Mamata Banerjee
Read: অনুব্রতর গড়ে বিজেপিতে ধাক্কা – ফেসবুক পোস্টে পদ্মশিবির ছাড়ার ঘোষণা দুবরাজপুর শহর মণ্ডল সভাপতির
Tweet: অনুব্রতর গড়ে বিজেপিতে ধাক্কা – ফেসবুক পোস্টে পদ্মশিবির ছাড়ার ঘোষণা দুবরাজপুর শহর মণ্ডল সভাপতির