বছরের পর বছর যাঁরা ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে তাদের কৃতী করে তুলছেন, জীবনের পথে এগিয়ে দিচ্ছেন, সেইসব শিক্ষক-শিক্ষিকাদের এবার শিক্ষারত্ন সম্মান দেবে পশ্চিমবঙ্গ শিক্ষা পরিষদ।
বহু বছর ধরে এই মহৎ সেবায় নিযুক্ত রয়েছেন যাঁরা তাঁদের এই সম্মান প্রাপ্য। যে সমস্ত শিক্ষকরা এই পুরস্কারের সঙ্গে জুড়তে চান তাঁদের আবেদন করতে হবে। অন্তত ২০ বছরের অভিজ্ঞতা এবং তার সঙ্গে সম্পর্কিত সবরকম কাগজ, ডকুমেন্ট সবকিছু আপলোড করতে হবে।
শুধু সহকারী শিক্ষক শিক্ষিকারা নয়! বরং প্রধান শিক্ষক এবং শিক্ষিকারাও আবেদন করতে পারবেন। যাঁরা আগে থেকেই এই অ্যাপের সঙ্গে জড়িত তাঁদের নিজের বায়ো পরিবর্তিত করতে হতে পারে। সম্পূর্ণ কাগজপত্র সাবমিট করার আগে সবকিছু মিলিয়ে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
Read: কাজে চাই আরও গতি – গাড়িতে জিপিএস ট্র্যাকার বসাচ্ছে কলকাতা পুরসভা
Tweet: কাজে চাই আরও গতি – গাড়িতে জিপিএস ট্র্যাকার বসাচ্ছে কলকাতা পুরসভা
Mamata Banerjee