কিছুদিন আগেই রাজ্যসভা ভোটে মহারাষ্ট্রের শাসক জোটের ঘর ভাঙিয়ে একটি বাড়তি আসনে জিতেছিল বিজেপি। এর পর বিধান পরিষদের ভোটেও একই ঘটনা ঘটিয়ে ১০টি আসনের মধ্যে পাঁচটিকে জিতেছে পদ্ম শিবির। এবার মারাঠা ভূমে ফের বিধায়ক ভাঙানোর খেলা খেলছে গেরুয়া শিবির। আর তার জেরে তৈরি হওয়া রাজনৈতিক সঙ্কট কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন তাকিয়ে গোটা দেশ৷ উদ্ধব ঠাকরের সরকারকে বিপদে ফেলে শিবসেনারই মন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে রাজ্য ছেড়েছেন কমবেশি চল্লিশ জন বিধায়ক৷ দলের সিংহভাগ বিধায়কই যখন এই দলে নাম লিখিয়েছেন, তখন উদ্ধবের প্রতি আনুগত্য প্রমাণ করতে রীতিমতো কাঠখড় পোড়ালেন এক শিবসেনা বিধায়ক৷ নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিবসেনা বিধায়ককেও গুজরাতে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল৷ কিন্তু সুরাতে পৌঁছনোর আগেই ফেরার পথ ধরেন তিনি৷
জানা গিয়েছে, মোট ছ’জন শিবসেনা বিধায়ককে গুজরাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল৷ এর মধ্যে ছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিধায়কও৷ একনাথ শিন্ডে তাঁদের বলেছিলেন, গুজরাতে কারও সঙ্গে ওই বিধায়কদের সাক্ষাৎ করাতে চান তিনি৷ সেই মতো একটি গাড়িতে গুজরাতের উদ্দেশ্যে রওনা দেন ওই ছয় বিধায়ক৷ কিন্তু ভাসাই ভিরার পেরিয়ে গুজরাতে সীমান্তে প্রবেশের পর থেকেই ওই বিধায়কদের মধ্যে সংশয় দেখা দেয়৷ বাকিরা না ফিরলেও গাড়ি থেকে নেমে পড়েন ওই বিধায়ক৷ এর পর একজন বাইক আরোহীর থেকে লিফট নেন তিনি৷ কিছুটা পথ বাইকে আসার পর প্রায় চার কিলোমিটার হেঁটে মহারাষ্ট্রের দিকে আসেন ওই বিধায়ক৷ তার পর একটি ট্রাকে চেপে ভোর দাহিসারে পৌঁছে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাড়িতে পৌঁছন ওই বিধায়ক৷ এর পর গোটা ঘটনা মুখ্যমন্ত্রীকে জানান তিনি৷
Uddhav