বিধানসভা ভোটের আগে শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূল ত্যাগে শাসকদলের অন্দরে তুমুল শোরগোল পড়েছিল। তারপর টিকিট না পেয়ে বিশেষ সক্রিয় হননি তিনি। এবার তৃণমূলে যোগদানের দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে নবান্নে পৌছলেন শোভন চট্টোপাধ্যায়। হঠাৎ নবান্নের চোদ্দ তলায় দেখা গেল শোভন চট্টোপাধ্যায়কে। গত বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে বিজেপি ছাড়েন শোভন চট্টোপাধ্যায়। তার পর প্রায় ১ বছর রাজনীতিতে সক্রিয়ভাবে দেখা যায়নি তাঁকে। ভোট মিটতেই শোভনের তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা শুরু হয়।
তৃণমূলে যোগদানের দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে নবান্নে পৌছলেন শোভন চট্টোপাধ্যায়। বুধবার দুপুরে হঠাৎই নবান্নে পৌঁছন তিনি। তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক চলছে বলে জানা গিয়েছে। গত বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে বিজেপি ছাড়েন শোভন চট্টোপাধ্যায়। তার পর প্রায় ১ বছর রাজনীতিতে সক্রিয়ভাবে দেখা যায়নি তাঁকে। ভোট মিটতেই শোভনের তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা শুরু হয়। তবে এব্যাপারে স্পষ্টভাবে মুখ খোলেননি তিনি।
Read: অগ্নিপথ প্রকল্প প্রত্যাহার করিয়ে ছাড়ব – মোদী সরকারকে চ্যালেঞ্জ রাহুল গান্ধীর
Tweet: অগ্নিপথ প্রকল্প প্রত্যাহার করিয়ে ছাড়ব – মোদী সরকারকে চ্যালেঞ্জ রাহুল গান্ধীর
Sovon