সংকটের মাঝেই নয়া মোড় মহারাষ্ট্রে। এবার বিধানসভা ভেঙে দেওয়ার ইঙ্গিত দিলেন সঞ্জয় রাউত। বুধবার সকালে একটি টুইট করেন শিবসেনা নেতা। যা নিয়ে জল্পনা আরও উসকে উঠেছে। জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী পদ থেকে আজই ইস্তফা দিতে পারেন উদ্ধব ঠাকরে।
এদিন শিবসেনা সাংসদ একটি টুইটে লেখেন, ‘মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট বিধানসভা ভেঙে দেওয়ার দিকেই নিয়ে যাচ্ছে’। এই টুইট নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে দেশের রাজনীতিতে। এর আগে সকালেই উদ্ধব ক্যাবিনেটের বিদ্রোহী মন্ত্রীকে পুরনো বন্ধু হিসেবে সম্বোধন করতে শোনা গিয়েছিল সঞ্জয় রাউতকে।
একইসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিছক মজের ছলেই তাঁকে বলতে শোনা যায়, ‘রাজনৈতিক ক্ষমতা ক্ষণস্থায়ী। সবচেয়ে বেশি কী হতে পারে! ক্ষমতা চলে যাবে’! এই বক্তব্য হইচই ফেলে দিয়েছিল সকালেই। তারপরই সঞ্জয় রাউতের এই টুইটে কার্যত নড়ে গিয়েছে মহারাষ্ট্র। তবে কী এবার ক্ষমতা হারাতে বসেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে? শুরু হয়ে গিয়েছে জল্পনা। সূত্রের খবর, এদিন সকালে প্রায় ঘণ্টাখানের একনাথ শিন্ডের সঙ্গে কথা বলেন সঞ্জয় রাউত।
Read: শত্রুঘ্নর বিশাল জয় – আসানসোলবাসীকে ধন্যবাদ জানাতে ২৮ জুন সভা মমতার
Tweet: শত্রুঘ্নর বিশাল জয় – আসানসোলবাসীকে ধন্যবাদ জানাতে ২৮ জুন সভা মমতার
Shiv Sena