ভারতের প্রাক্তন অধিনায়ক সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন। এ বছর ঘরোয়া ক্রিকেটে বাংলার টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন রুমেলি। অবসর নিয়ে নিলেন রুমেলি ধর। বুধবার নেটমাধ্যমে তিনি নিজেই জানিয়েছেন অবসরের কথা। ভারতের হয়ে চারটি টেস্ট, ৭৮টি এক দিনের ম্যাচ এবং ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রুমেলি। তিনি বুধবার ইনস্টাগ্রামে লেখেন, ‘পশ্চিমবঙ্গের শ্যামনগর থেকে আমার ক্রিকেট কেরিয়ার শুরু। সেখান থেকে উঠে এসে ভারতের হয়ে খেলেছি। এ বার ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পালা। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। গোটা যাত্রায় অনেক ওঠা নামা ছিল। ভারতীয় মহিলা দলের হয়ে খেলা, ২০০৫ সালে বিশ্বকাপের ফাইনাল খেলা, ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার মতো উত্থান যেমন ছিল, তেমনই একের পর এক চোট আমার কেরিয়ারকে বাধা দিয়েছে। আমার পরিবার, বিসিসিআই, বন্ধু, যে যে রাজ্য সংস্থার হয়ে ক্রিকেট খেলেছি, তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই।
যে ক’টি ম্যাচ খেলেছি, সেগুলো থেকে শিখেছি। আমার ক্রিকেট কেরিয়ার শেষ, খেলার সঙ্গে যুক্ত থাকব। তরুণ ক্রিকেটারদের তুলে আনার চেষ্টা করব। ক্রিকেটকে কিছু ফিরিয়ে দেওয়াই আমার লক্ষ্য।’ বাংলার এই অলরাউন্ডার ২০০৩ সালে ভারতের হয়ে প্রথম বার মাঠ নেমেছিলেন। আন্তর্জাতিক মঞ্চে রুমেলির সংগ্রহ ১৩২৮ রান এবং ৮৪টি উইকেট। ২০১৮ সালে শেষ বার ভারতের হয়ে খেলেছিলেন তিনি। ১৫ বছরের আন্তর্জাতিক কেরিয়ার তাঁর। ঘরোয়া ক্রিকেটে তিনি খেলেছেন বাংলা, রেলওয়েজ, এয়ার ইন্ডিয়া, দিল্লি, রাজস্থান এবং আসামের হয়ে। এক সময় বাংলার আরেক পেসার ঝুলন গোস্বামীর সঙ্গে বোলিং ওপেন করতেন রুমেলি। মিতালি রাজের পর আরও এক মহিলা ক্রিকেটার অবসর নিলেন।
Read: টুইটারে লড়াই – কোহলিরা নামার আগে বিলেতে লেগে গেল ধুন্ধুমার কাণ্ড
Tweet: টুইটারে লড়াই – কোহলিরা নামার আগে বিলেতে লেগে গেল ধুন্ধুমার কাণ্ড
Cricket