শোভন-বৈশাখী জুটি ফের ফিরছে তৃণমূলে? নবান্নে প্রায় এক ঘণ্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় সেই ইঙ্গিতই দিলেন। শোভনের কথায়, ‘মমতাদির লক্ষ্য বাস্তবায়িত করাই আমার কাজ।’ পাশে দাঁড়ানো বৈশাখী বললেন, ‘দিদি-ভাইয়ের মধ্যে থাকা অভিমানের প্রাচীর ভেঙে গিয়েছে।’
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন শোভন এবং বৈশাখী। বিভিন্ন বিষয়ে মমতার সঙ্গে আলোচনা হয়েছেন বলে জানিয়েছেন তাঁরা। শোভন বলেছেন, ‘ব্যক্তিগত সিদ্ধান্ত নিজের। কিন্তু ছোট থেকে আজ অবধি অধিকাংশ ক্ষেত্রেই মমতাদির চিন্তা-ভাবনা বাস্তবায়িত করাটাই আমার কর্তব্য বলে মনে করি। আমার রাজনৈতিক জীবন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক’।
তৃণমূলে কবে ফিরছেন, তা স্পষ্ট না করে না বললেও, শোভন যে ফিরতে চলেছেন সেই ইঙ্গিতও মিলেছে শোভনের কথায়। রাজনীতিতে শোভনের অনেক কিছু দেওয়ার আছে বলে মনে করেন তাঁর বান্ধবী বৈশাখী। দিদি-ভাইয়ের নানান রকম কথাবার্তা পাশ থেকে শুনে যে তাঁর খুব ভাল লেগেছে বলেও জানিয়েছেন বৈশাখী।
Read: হঠাৎ নবান্নে শোভন – বৈঠক করছেন মমতার সঙ্গে, আজই কি যোগ দেবেন তৃণমূলে?
Tweet: হঠাৎ নবান্নে শোভন – বৈঠক করছেন মমতার সঙ্গে, আজই কি যোগ দেবেন তৃণমূলে?
Shovon