পয়গম্বর বিতর্কে আন্তর্জাতিক ক্ষেত্রেও বেশ চাপের মুখে পড়েছে ভারত। এই পরিস্থিতিতে এবার মুখ খুললেন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল । জানিয়ে দিলেন, এই মন্তব্যে ভারতের ভাবমূর্তি ধাক্কা খেয়েছে। কিন্তু যেভাবে ভারত সম্পর্কে ভুল তথ্য পরিবেশিত হচ্ছে তাও যে সত্যের থেকে অনেক দূরে, সেকথাও মনে করিয়ে দিলেন তিনি।
সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় অজিত জানিয়েছেন, ‘এতে ভারতের ভাবমূর্তি ধাক্কা খেয়েছে। সেই সঙ্গে ভারতের বিরুদ্ধে নানা ভুল তথ্য ছড়ানো হচ্ছে, যা বাস্তব থেকে বহু দূরে অবস্থিত। সম্ভবত এই পরিস্থিতিতে আমাদের উচিত ওদের সঙ্গে আলোচনায় বসে ওদের আশ্বস্ত করা’।
কয়েক দিন আগে আফগানিস্তানের গুরুদ্বারে হওয়া বিস্ফোরণ নিয়েও কথা বলেছেন ডোভাল। ভারত যে এই পরিস্থিতিতে সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত সেকথাও জানিয়েছেন তিনি।
এদিকে নুপূরের সঙ্গেই দল থেকে বহিষ্কৃত আরেক বিতর্কিত নেতা নবীন জিন্দাল দাবি করেছেন, তিনি মোটেই কারও ভাবাবেগে আঘাত করতে চাননি। তাঁর মন্তব্যকে ভুল বোঝা হচ্ছে। সপরিবারে মথুরার বাঁকে বিহারী মন্দিরে এসেছেন তিনি। সেখানেই সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে তাঁকে বলতে শোনা যায়, ‘আমি বাঁকে বিহারীর কাছে প্রার্থনা করব, যেন দেশে শান্তি থাকে। আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে’।
Read: অগ্নিপথ প্রকল্প দেখে হতাশ হয়ে আত্মঘাতী ১৯ বছরের তরুণ – চাঞ্চল্য রাজস্থানে
Tweet: অগ্নিপথ প্রকল্প দেখে হতাশ হয়ে আত্মঘাতী ১৯ বছরের তরুণ – চাঞ্চল্য রাজস্থানে
Ajit Doval