ন্যাশনাল হেরাল্ড মামলায় গত দু’সপ্তাহে মোট পাঁচবার তাঁকে তলব করেছে ইডি। পাঁচদিনই ১০ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। অসুস্থ মাকে হাসপাতালে ভরতি রেখে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ইডির দপ্তরে বসে থাকা। গত কয়েকটা দিন বেশ কঠিন সময়ের মধ্যে দিয়েই কাটিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও দমে যাননি রাহুল গান্ধী। বিজেপি বিরোধিতায় সুর নরম করতে নারাজ তিনি। কংগ্রেস নেতার বক্তব্য, ‘৫ বার কেন, যতবার খুশি ডাকুক। আমাকে ইডি দিয়ে ভয় দেখানো যাবে না।’
প্রসঙ্গত, এদিন কংগ্রেস নেতাকে অনেকটা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুরে কথা বলতে শোনা গেল। ইডির জেরার পর অভিষেক যেভাবে বলেছিলেন, এভাবে তাঁকে ভয় দেখানো যাবে না। তেমন রাহুলও বললেন, কেন্দ্র সরকার এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে কংগ্রেসকে দমিয়ে রাখতে পারবে না। রাহুল বলেন, ‘কোনও এজেন্সি আমাকে ভয় দেখাতে পারে না। এমনকী যেসব ইডি আধিকারিক আমাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তাঁরাও বুঝে গিয়েছেন একজন কংগ্রেস নেতাকে এভাবে দমন করা যায় না।’
Rahul Gandhi