অগ্নিপথ প্রকল্পে চুক্তিভিত্তিক সেনা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। আর তারই প্রতিবাদে উত্তাল প্রায় গোটা দেশ। মোদী সরকারের ‘চুক্তিভিত্তিক সেনা’ নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে ক্রমশই বিক্ষোভ দানা বাঁধছে দেশের বিভিন্ন প্রান্তে। অচলাবস্থা তৈরি হয়েছে একাধিক রাজ্যে। যদিও তারপরেও সেনার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই প্রকল্প প্রত্যাহার করার কোনও পরিকল্পনাই নেই কেন্দ্রের। কিন্তু মোদী সরকারের এই সিদ্ধান্তের বিরোধীতা থেকে সরে আসতে নারাজ বিরোধীরা। এবার যেমন কেন্দ্রের এই প্রকল্প প্রসঙ্গে দেশের সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব।
অগ্নিপথ প্রকল্পের অধীনে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে লালু-পুত্র বলেন, ‘অগ্নিবীররা নিজেদের ভবিষ্যৎ নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা কীভাবে দেশের সীমান্ত রক্ষা করবেন?’ এরপর মোদী সরকারকে নিশানা করে তিনি বলেন, ‘আমরা যে প্রশ্নগুলো তুলেছিলাম সেগুলোর উত্তর পাওয়া যাচ্ছে না। মানুষ খুবই বিরক্ত। এই মানুষগুলো যদি নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত বোধ করতে হয়, তাহলে তারা কীভাবে রক্ষা করবে?’ সংবাদ মাধ্যমকে তেজস্বী জানান, ‘আমরা একটি স্মারকলিপি জমা দিয়েছি। সারা দেশের তরুণরা বিরক্ত অগ্নিপথ স্কিম চালু নিয়ে। এটা বিশ্বাস করা হয় যে এই স্কিমটি চার বছর পর ৭৫ শতাংশ সেনাকে বেকার করে দিতে পারে। এটি একটি গুরুতর উদ্বেগের বিষয়।’
Read: বিজেপি সফল হবে না – ‘বিশ্বাসঘাতক’ বিধায়কদের তোপ শিবসেনার
Tweet: বিজেপি সফল হবে না – ‘বিশ্বাসঘাতক’ বিধায়কদের তোপ শিবসেনার
Tejashwi Yadav