বাংলায় প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই বেকারত্ব হ্রাসে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিল্পায়ন এবং কর্মসংস্থানই যে পাখির চোখ, তাঁর সরকারের আগের দু’দফায় তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। এই করোনা অতিমারি পরিস্থিতিতেও বাংলায় থেমে নেই কর্মসংস্থান। ইতিমধ্যেই আশা কর্মী পদে, খাদ্য দফতরের তরফে ডাটা এন্ট্রি অপারেটর পদে এবং মনতার স্বপ্নের রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ শুরু হয়েছে রাজ্যে। এর মধ্যেই ফের রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। এবার নিয়োগ চলছে কলকাতা পুলিশে। আগামী সোমবার পর্যন্ত রয়েছে সুযোগ। ইতিমধ্যেই নিয়োগ প্রক্রিয়ায় শূন্যপদের সংখ্যা ৬০০ বাড়ানো হয়েছে। মাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
প্রসঙ্গত, কলকাতা পুলিশে কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে মোট ২২৬৬ জনকে নিয়োগ করা হবে। কনস্টেবলের ক্ষেত্রে ১৪১০ টি শূন্যপদ আছে। লেডি কনস্টেবলের ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা ৮৫৬। নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণের সুবিধা পাবেন কলকাতা পুলিশে কর্মরত হোমগার্ড ও সিভিক ভলান্টিয়াররা। যে হোমগার্ড ও সিভিক ভলান্টিয়াররা আবেদন করতে চান, তাঁদের ন্যূনতম তিন বছরের (২০২২ সালের ১ জানুয়ারির নিরিখে) কাজের অভিজ্ঞতা থাকতে হবে। জানা গিয়েছে, প্রার্থীদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের বাংলা লিখতে, বলতে এবং পড়তে জানতে হবে। তবে দার্জিলিং এবং কালিম্পং জেলার পার্বত্য মহকুমা এলাকার স্থায়ী বাসিন্দাদের ক্ষেত্রে সেই নিয়ম প্রয়োজ্য হবে না। এছাড়া, আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম বয়স ১৮ হতে হবে। বয়স ২৭-র বেশি হতে পারবে না। ২০২২ সালের ১ জানুয়ারির নিরিখে বয়স হিসাব করা হবে।
Employment