কিছুদিন আগেই রাজ্যসভা ভোটে মহারাষ্ট্রের শাসক জোটের ঘর ভাঙিয়ে একটি বাড়তি আসনে জিতেছিল বিজেপি। এর পর বিধান পরিষদের ভোটেও একই ঘটনা ঘটিয়ে ১০টি আসনের মধ্যে পাঁচটিকে জিতেছে পদ্ম শিবির। এবার মারাঠা ভূমে ফের বিধায়ক ভাঙানোর খেলা খেলছে গেরুয়া শিবির। আর তার জেরে সরকার বাঁচাতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন উদ্ধব ঠাকরে। কিন্তু এরই মধ্যে নয়া মোড় নিল মহারাষ্ট্রের রাজনৈতিক ডামাডোল। সরকার-সঙ্কটের মধ্যেই এক সঙ্গে করোনা আক্রান্ত হলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারি।
সূত্রের খবর, বুধবার মন্ত্রিসভার বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন উদ্ধব। অন্য দিকে, হাসপাতালে ভর্তি রয়েছেন রাজ্যপাল। প্রসঙ্গত, শিবসেনা বিধায়ক একনাথ শিন্ডের বিদ্রোহ ঘোষণার পরই সঙ্কটে মহারাষ্ট্র সরকার। শিন্ডের সঙ্গে ৪০-এর বেশি বিধায়ককে আসাম থেকে মুম্বই ফেরানোর প্রয়াসের মাঝেই আরও এক সঙ্কট! অসুস্থ হয়ে পড়েন মুখ্যমন্ত্রী উদ্ধব। করোনা ধরা পড়ে তাঁর। উদ্ধবের করোনা আক্রান্ত হওয়ার খবর দেন কংগ্রেস নেতা কমল নাথ। অন্য দিকে, মহারাষ্ট্রের রাজ্যপাল করোনা আক্রান্ত হয়ে দক্ষিণ মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Maharashtra
Read: মহারাষ্ট্রে সংকট – তড়িঘড়ি বৈঠকে বসল কংগ্রেস, আজই উদ্ধবের সঙ্গে দেখা করতে পারেন শীর্ষ নেতারা
Tweet: মহারাষ্ট্রে সংকট – তড়িঘড়ি বৈঠকে বসল কংগ্রেস, আজই উদ্ধবের সঙ্গে দেখা করতে পারেন শীর্ষ নেতারা