মহারাষ্ট্রে সঙ্কটের মুখোমুখি হয়ে শিবসেনা সরকার। সুরাট থেকে ৪০ বিধায়কের সঙ্গে নিয়ে চাটার্ড বিমানে গুয়াহাটিতে পাড়ি দিয়েছেন শিবসেনা নেতা একনাথ সিন্ধে। উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন তিনদলীয় জোট সরকারকে উৎখাতের জন্য বিজেপির ষড়যন্ত্র। এমনটাই লেখা হয়েছে শিবসেনার মুখপত্র ‘সামনা’ তে। এমনটাও বলা হচ্ছে যে, এই ধরনের প্রচেষ্টা ব্যর্থ হবে।
শিবসেনা শিন্ডেকে ‘বিশ্বাসঘাতক’ বলে অভিহিত করে বলেছে, ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং সিবিআইকে ভয় পেয়ে বিশ্বাসঘাতক বিধায়ক পালিয়ে গিয়েছে’। এতে অভিযোগ করা হয়েছে, বিজেপি-শাসিত কেন্দ্র মহা বিকাশ আগাড়ি নেতাদের মিথ্যা মামলায় অভিযুক্ত করে তাদের বদনাম করার জন্য কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করছে। বিজেপি এই কাজে গত আড়াই বছরেও সফল হয়নি, সেনা জানিয়েছে।
এদিকে কেন এইভাবে বিক্ষুব্ধ এই জোট সরকাররে উপর জানাতে গিয়ে সিন্ধে বুধবার বলেছেন যে সেনা নেতৃত্বের বিরুদ্ধে তাদের কোনও অভিযোগ নেই কিন্তু তাঁরা জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি-এর কাজে বিরক্ত হয়েছেন। তিনি বাল ঠাকরের আদর্শ নিয়েই তিনি চলবেন এবং তিনি গেরুয়া শিবিরে নাম লেখাবেন না। তবে একনাথের এইকথায় ভরসা করতে পারছে না শিবসেনা।
Read: লাগাতার বৃষ্টির জেরে আরও ভয়ঙ্কর চেহারা নিল আসামের বন্যা পরিস্থিতি – ভয় ধরাচ্ছে নদীর জলস্তর বৃদ্ধি
Tweet: লাগাতার বৃষ্টির জেরে আরও ভয়ঙ্কর চেহারা নিল আসামের বন্যা পরিস্থিতি – ভয় ধরাচ্ছে নদীর জলস্তর বৃদ্ধি
Maharashtra