রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোটের তরফে সর্বসন্মত ভাবে প্রার্থী করা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহাকে। যাঁকে সমর্থন জানিয়েছে বামেরাও। আর তাই যশবন্তকে নিয়ে যাতে কোনও রকমের বিরূপ মন্তব্য না করা হয়, তা নিশ্চিত করতে আলিমুদ্দিনকে ‘মুখে কুলপ’ দিতে বলল সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্ব। বাম-কংগ্রেস, আরজেডি-সহ সমস্ত বিরোধী দলই সর্বভারতীয় তৃণমূলের সহ-সভাপতি যশবন্ত সিনহাকে সমর্থন করায় বাড়তি সতর্ক সিপিএম শীর্ষনেতৃত্ব। বিশেষ করে বঙ্গ সিপিএমের তরফ থেকে বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থীকে নিয়ে যাতে কোনও বিরূপ মন্তব্য করা না হয় সেজন্য মঙ্গলবারই আলিমুদ্দিনে বার্তা পাঠিয়েছে রাজধানীর এ কে গোপালন ভবন।
জানিয়ে দেওয়া হয়েছে, ‘সাম্প্রদায়িক বিজেপি’কে রুখতে দিল্লী থেকে গেরুয়া পতাকা মুছে দেওয়ার টার্গেট নিয়ে যেহেতু সব বিরোধী দলগুলি ঐকমত্যে পৌঁছেছে তখন যেন পার্টির রাজ্য শাখা রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে ভিন্ন পথে না হাঁটে। কারণ, রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করা নিয়ে মমতা যখন প্রথম বৈঠকটি ডেকেছিলেন তখন সেখানে কেন্দ্রীয় সিপিএমের তরফে প্রতিনিধি উপস্থিত থাকার নিয়ে পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছিল আলিমুদ্দিন। তবে এবার সিপিএম শীর্ষনেতৃত্বের তরফে আলিমুদ্দিনকে বলা হয়েছে, ‘নির্দল প্রার্থী যশবন্ত সিনহাকে সমর্থন করছে পার্টি। তবু প্রাক্তন তৃণমূলী যশবন্তর বিরুদ্ধে কিছু বিরূপ মন্তব্য করা যাবে না।’
President Election in India
Read: রাতজেগে অশ্লীল গান আর ‘মোক্সা’র জ্ঞান – রোদ্দুরের অত্যাচারে নাজেহাল জেলের কয়েদিরা
Tweet: রাতজেগে অশ্লীল গান আর ‘মোক্সা’র জ্ঞান – রোদ্দুরের অত্যাচারে নাজেহাল জেলের কয়েদিরা