অগ্নিপথ প্রকল্প নিয়ে আশাহত হয়ে আত্মঘাতী হলেন এক যুবক। রাজস্থানের ১৯ বছর বয়সি ওই যুবকের পরিবার জানিয়েছে, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু কেন্দ্রীয় সরকারের ঘোষণার পর থেকেই ভেঙে পড়েছিলেন ওই যুবক। তারপরেই মঙ্গলবার তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।
আত্মঘাতী যুবকের নাম অঙ্কিত। পড়াশোনার কারণে বাড়ি থেকে দূরেই থাকতে হত তাঁকে। মঙ্গলবার সেখানেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন অঙ্কিত। ভাড়া বাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশে অভিযোগ জানিয়েছে তাঁর পরিবার। মৃতের কাকা লেখরাজ জানিয়েছেন, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন অঙ্কিত। নানা প্রতিযোগিতামূলক পরীক্ষাও দিচ্ছিলেন। কিন্তু অগ্নিপথ প্রকল্প ঘোষণা হওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সেই হতাশা থেকেই আত্মহত্যা করেছেন বলে পরিবারের দাবি।
স্থানীয় থানার এসএইচও ইন্দরপ্রকাশ যাদব বলেছেন, ‘অঙ্কিতের ঘর সিল করে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত মৃতের ঘর থেকে সুইসাইড নোট পাওয়া যায়নি। তবে ঘটনা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে’। পুলিশের তরফে জানানো হয়েছে, বোনের সঙ্গে মনোমালিন্য হয়েছিল অঙ্কিতের। সেই কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
Agnipath