পরের বছর চিনে এশিয়ান কাপ ফুটবল হওয়ার কথা থাকলেও কোভিডের কারণে তা বাতিল হয়েছে। জানা গেছে, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়া এশিয়ান কাপ আয়োজন করতে আগ্রহী। দু’টি দেশই বিড জমা দেওয়ার ভাবনাচিন্তা করছে। লড়াইয়ে রয়েছে জাপান এবং কাতারও। আপাতত লড়াইয়ে নেই ভারত। পরের বছর জুন-জুলাইয়ে এই প্রতিযোগিতা হওয়ার কথা। চিন কোভিডমুক্ত হওয়ার চেষ্টা করছে। তাই এই মুহূর্তে সে দেশে কোনও বড় প্রতিযোগিতা আয়োজন হওয়ার সম্ভাবনা নেই। এশিয়ান কাপের দায়িত্বও সে কারণে ছেড়ে দিয়েছে তারা।
নতুন দেশে প্রতিযোগিতা আয়োজন করার জন্যে গত মাসেই বিড করার আমন্ত্রণ জানায় এএফসি। সেই আমন্ত্রণে সাড়া দিতে চলেছে একাধিক দেশ। যে চার দেশ রয়েছে, তার মধ্যে দৌড়ে সবচেয়ে এগিয়ে দক্ষিণ কোরিয়া। শেষ বার ১৯৬০ সালে সে দেশে এশিয়ান কাপ আয়োজিত হয়েছিল। অস্ট্রেলিয়া এবং কাতারে যথাক্রমে ২০১৫ এবং ২০১১ সালে প্রতিযোগিতা হয়েছিল। জাপানে শেষ বার এশিয়ান কাপ হয়েছিল ১৯৯২ সালে। চারটি দেশের কাছেই প্রতিযোগিতা আয়োজনের পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে। প্রত্যেকেই ফুটবলে উন্নত দেশ।