ফের বিপাকে মহারাষ্ট্রের জোট সরকার। তৃতীয়বার জন্য সরকার ফেলার ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করলেন শরদ পাওয়ার । মঙ্গলবার উদ্ধব ক্যাবিনেটের মন্ত্রী একনাথ সিন্ধের গায়েব হওয়ার ঘটনায় হইচই পড়ে গিয়েছে। এরপরই সাংবাদিক বৈঠক ডাকেন শরদ পাওয়ার। এনসিপি প্রধান বলেন, ‘আড়াই বছরে এই নিয়ে তৃতীয়বার ষড়যন্ত্র হল’।
এদিন শরদ পাওয়ার জানিয়েছেন, মুম্বই গিয়ে তিনি বাকি শরিকদের সঙ্গে কথা বলবেন। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যাতেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে সাক্ষাৎ করবেন এনসিপি প্রধান। শিবসেনার পাশে থাকার আশ্বাস দিয়েই তিনি বলেন, ‘কিছু না কিছু সমাধান বেরবেই’।
একনাথ মুখ্যমন্ত্রীর পদ দাবি করছেন বলেও রটে গিয়েছে। এ প্রসঙ্গ শরদ পাওয়ার বলেন, একনাথ রাগ করেছেন কিনা জানি না। এটা শিবসেনার অভ্যন্তরীণ বিষয়। আমার সঙ্গে ওঁর কোনও যোগাযোগ হয়নি।
শিবসেনার শীর্ষ নেতা তথা মন্ত্রী একনাথ শিন্ডে তাঁর অনুগামীদের নিয়ে গুজরাতের সুরাতে একটি হোটেলে গিয়ে উঠেছেন বলে খবর। মোট ১৯ জন বিধায়ককে নিয়ে তিনি গায়েব হয়ে গিয়েছেন বলে জানা যাচ্ছে। যদিও এই তথ্য খারিজ করে দিয়েছে শিবসেনা। সঞ্জয় রাউত দাবি করেছেন, ইতিমধ্যেই হদিশ পাওয়া গিয়েছে একনাথ সিন্ধের। তাঁর বক্তব্য, ‘রাজস্থান এবং মধ্যপ্রদেশের মতো এখানেও চক্রান্ত করা হচ্ছে। উদ্ধব ঠাকরে সরকার ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র রচনা করা হয়েছে। তবে শিবসেনা দলের নেতারা সকলেই অনুগত। তাঁরা সকলেই আনুগত্য বজায় রাখবে’।