মঙ্গলবার অর্থাৎ আজ আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলগুলির সর্বসম্মত প্রার্থী হিসাবে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহার নাম ঘোষণা করা হল। অবশেষ সব জল্পনার অবসান। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলগুলির সর্বসম্মত প্রার্থী হচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা। মঙ্গলবার শরদ পওয়ারের ডাকে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম চূড়ান্ত করতে, দ্বিতীয়বার বৈঠকে বসেছিলেন বিরোধী দলগুলির নেতারা। বৈঠকের পর কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ বলেন, ‘আমরা (বিরোধী দলগুলি) সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি যে, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলগুলির সাধারণ প্রার্থী হবেন যশবন্ত সিনহা।’ প্রসঙ্গত এর আগে শরদ পওয়ার, ফারুক আবদুল্লা, গোপালকৃষ্ণ গান্ধীর নাম উঠে এসেছিল বিরোধীদের আলোচনায়।
তবে, তাঁরা কেউ রাজি না হওয়ায়, সোমবার বিকেল থেকে শোনা যাচ্ছিল যশবন্ত সিনহার নাম। এদিন শরদ পওয়ারের নয়া দিল্লীর সাবভবনে বিরোধীদের বৈঠকের পর, কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা যোগাযোগ বিষয়ক প্রধান জয়রাম রমেশ বলেন, ‘মোদী সরকার যাতে আরও ক্ষতি না করতে পারে, তার জন্য আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে আমরা একজন সাধারণ প্রার্থী মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছি। আজকের বৈঠকে আমরা যশবন্ত সিনহাকে বিরোধীদের সাধারণ প্রার্থী হিসাবে বেছে নিয়েছি। আমরা সমস্ত রাজনৈতিক দলের কাছে যশবন্ত সিনহাকে ভোট দেওয়ার জন্য আবেদন করছি।’