এ যেন ভগবান রামচন্দ্রের সঙ্গেই প্রতারণা রাম-ভক্তদের! হ্যাঁ, এবার জানা গেল, অযোধ্যায় রামমন্দির নির্মাণে দান হিসেবে পাওয়া মোট বাইশ কোটি টাকার চেক বাউন্স করেছে। অন্তত দেড় হাজার চেক জমা দেওয়ার পর ব্যাঙ্ক জানিয়েছে ওইসব অ্যাকাউন্টে সমস্যা রয়েছে। দেশ জুড়ে অসংখ্য ভক্ত এই চেকগুলি দিয়েছিলেন।
বিশ্ব হিন্দু পরিষদ জানিয়েছে, তাদের জেলা ইউনিটগুলির খবর অনুযায়ী শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট এ পর্যন্ত তিন হাজার চারশো কোটি টাকা মন্দির নির্মাণ বাবদ দান হিসেবে পেয়েছে। পরিষদ চেকগুলি বাউন্স হওয়ার খবর জানালেও তা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। এ ধরণের চেকগুলি নিয়ে দ্বিতীয় একটি রিপোর্ট তৈরি করা হচ্ছে। ওই রিপোর্ট তৈরি হলে চেক বাউন্স হওয়ার বিষয়টি নিয়ে প্রকৃত তথ্য জানা যাবে বলে পরিষদ জানিয়েছে। তবে জানা গিয়েছে যে খোদ অযোধ্যা থেকে যে চেকগুলি দেওয়া হয়েছে, তাদের অধিকাংশ বাউন্স করেছে। এবং সেই সংখ্যাটা ২ হাজারেরও বেশি।