অবশেষে জিটিএ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এক রায়ে তারা জানাল, জিটিএ-র ভোট ২৬শে জুনই হবে। কিন্তু মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোটের ফল প্রকাশ করা যাবে না। এদিন বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিন ধরেই বলে আসছিলেন, জিটিএ নির্বাচন করতে হবে। অবশেষে রাজ্য নির্বাচন কমিশন ২৬শে জুন ওই নির্বাচন হবে বলে ঘোষণা করে। জিটিএ নির্বাচন বাতিলের দাবি জানায় গোর্খা জনমুক্তি মোর্চাও। এই দাবিতে মাসখানেক আগে বিমল গুরুং সিংমারিতে দলের কার্যালয়ের সামনে আমরণ অনশন শুরু করেন। পরে অবশ্য তিনি অনশন তুলে নেন এবং জানান তাঁরা নির্দল হিসেবে লড়াই করবেন।