কৃষকদের যৌথ সংগঠন সংযুক্ত কিষান মোর্চা ২৪ জুন কেন্দ্রের অগ্নিপথ সামরিক নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ করবে, কৃষক নেতা রাকেশ টিকায়েত সোমবার বলেছেন।
হরিয়ানার কারনালে এসকেএম-এর সমন্বয় কমিটির বৈঠকের সময় প্রতিবাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাকেশ টিকায়েত শুক্রবার বিক্ষোভের জন্য যুবক, সুশীল সমাজ এবং রাজনৈতিক দলগুলির সমর্থনের আহ্বান জানিয়েছেন। যুব, নাগরিক সংগঠন ও দলগুলোকে একত্রিত করার আবেদন। এখন বিকেইউ-এর (ভারতীয় কিষান ইউনিয়নের) ৩০ জুনের জন্য পরিকল্পিত প্রতিবাদও ২৪ জুন অনুষ্ঠিত হবে, ‘বিকেইউ-এর জাতীয় মুখপাত্র রাকেশ টিকায়েত হিন্দিতে টুইট করেছেন।
কেন্দ্রীয় সরকারের সামরিক ক্ষেত্রে নিয়োগ প্রকল্প অগ্নিপথকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তাল দেশের রাজনীতি থেকে জনজীবন। অগ্নিপথের প্রতিবাদে একাধিক রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ, কোথাও জ্বলেছে ট্রেন। এমনকি দুই জন মানুষের মৃত্যু হয়েছে এই আন্দোলনের ফলে। কিন্তু এতোকিছুর পরেও অগ্নিপথের বাস্তবায়ন করতে বদ্ধ পরিকর কেন্দ্রীয় সরকার। তিন বাহিনীর প্রধানের সঙ্গে আজ বৈঠক হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সোমবার অগ্নিপথ প্রকল্প থেকে পিছিয়ে না আসারই বার্তা দিয়েছেন। বিজেপি নেতারা অগ্নিবীরদের সম্পর্কে একাধিক মন্তব্য করে বর্তমানে অস্বস্তিতে ফেলেছেন দলের কেন্দ্রীয় নেতৃত্বকে।