মায়ের অসুস্থতার কারণে গত চারদিন জেরা থেকে অব্যাহতি চেয়েছিলেন কংগ্রেস সাংসদ। সেই আর্জি মেনে নিয়েছিল ইডি। অবশেষে সোমবার চতুর্থ দিনের জন্য ইডি দফতরে হাজিরা দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। যন্তর মন্তরে অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় ধরনা শুরু করেছে কংগ্রেস। এদিন ইডি দপ্তরে যাওয়ার আগে সেই ধরনা মঞ্চে গিয়েছিলেন রাহুল। সেখান থেকেই সোজা ইডি দপ্তরে পৌঁছন তিনি। সোমবার বেলা সাড়ে এগারোটা নাগাদ ইডি অফিসে ঢোকেন রাহুল।
উল্লেখ্য, মায়ের অসুস্থতার কথা জানিয়ে জেরা থেকে সাময়িক বিরতি চেয়েছিলেন রাহুল। সেই কারণেই চারদিন সময় দিয়েছিল ইডি। তবে সোমবার যন্তর মন্তরে অগ্নিপথ প্রকল্প ছাড়াও রাহুল গান্ধীকে বারবার ইডি তলবের প্রতিবাদ করে ধরনায় বসেছেন কংগ্রেস নেতারা। সেখানে উপস্থিত ছিলেন মল্লিকার্জুন খাড়্গে, সলমন খুরশিদের মতো কংগ্রেস নেতারা। রাহুলকে এই মামলায় বারবার ডাকা প্রসঙ্গে কংগ্রেসের অভিযোগ, এর পিছনে রয়েছে বিজেপির প্রতিহিংসামূলক রাজনীতি।