আগেই আগরতলায় সভা করে এসেছেন তিনি। আগরতলা এবং টাউন বড়দোয়ালি কেন্দ্রে রোড শো করেছেন। আর আজ, সোমবার ফের ত্রিপুরায় প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, আগামী ২৩ তারিখে ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। তার আগে, দ্বিতীয় দফার প্রচারে সেখানে গেলেন অভিষেক। রবিবার রাতেই তিনি পৌঁছে গিয়েছেন আগরতলা। দলীয় সূত্রে খবর, সেখানে পৌঁছে দলের নেতাদের সঙ্গে একটি বৈঠক করেন তিনি। আজ তিনি প্রচার করবেন সুরমা কেন্দ্রে। সেখানে একটি নির্বাচনী সভাও করবেন ডায়মণ্ড হারবারের তৃণমূল সাংসদ।
এদিকে অভিষেক যখন প্রচারে গিয়েছেন সেই সময়ে বানভাসী আগরতলা। প্লাবিত ত্রিপুরার একটি বড় অংশ। জলমগ্ন আগরতলার একাধিক জায়গাও। তার প্রভাব পড়েছে নির্বাচনী প্রচারে। আগামী ২৩ তারিখ আগরতলা, সুরমা, যুবরাজনগর আসনে ভোটগ্রহণ। ভোট আগরতলা শহর লাগোয়া টাউন বড়দোয়ালি কেন্দ্রেও। এই আসনেই লড়াই করছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
ভোটের মাত্র কয়েকদিন বাকি। এই চারটি বিধানসভা কেন্দ্রে এখন প্রচারে জোর দিয়েছে সব রাজনৈতিক দলই। বন্যার কারণে সেখানে একাধিক সভা বাতিল করেছে বিজেপি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং লোকসভার সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সভা বাতিল করেছে সেখানের শাসক দল। কিন্তু এরই মধ্যে প্রচার চালিয়ে গিয়েছে তৃণমূল।