ফের একবার ত্রিপুরার মানুষকে তৃণমূল কংগ্রেসকে নির্বাচন করার আহ্বান জানালেন দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগে সোমবার আবারও ত্রিপুরা সফরে দলের সেকেন্ড ইন কমান্ড। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক জানালেন, ঠিক কী কারণে বিজেপিকে পরিত্যাগ করে তৃণমূল কংগ্রেসকে বেছে নেওয়া উচিত ত্রিপুরার জনগণের।
অভিষেক এদিন বলেন, ‘প্রতিশ্রুতি রাখতে পারেনি বিজেপি সরকার। বামেদের ২৫ বছরের সন্ত্রাসকেও হার মানিয়ে দিয়েছে চার বছরের গেরুয়া সন্ত্রাস’। পাশাপাশি অভিষেক আরও বলেন, ‘তৃণমূল মাটি কামড়ে পড়ে থাকবে। এখানকার মানুষের অধিকার পুনপ্রতিষ্ঠার জন্য তৃণমূল শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবে। মাথা নীচু করে তৃণমূল আপনাদের সেবা করবে। সমস্ত বিজেপি বিরোধী ভোট যেন তৃণমূলে আসে’।
একইসঙ্গে তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় করজোড়ে ত্রিপুরাবাসীর কাছে আবেদন জানান। তিনি বলেন, সকলকে আহ্বান জানাচ্ছি, নিজের ভোট নিজে দিন। নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করুন। বিজেপি বিরোধী ভোট নষ্ট করবেন না। তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করুন।
ত্রিপুরার সঙ্গে বাংলার বেকারত্বের হার নিয়েও এদিন তুলনা টানেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ত্রিপুরায় যেখানে বেকারত্বের হার ১৮ শতাংশ। সেখানে বাংলায় বেকারত্ব ৮ শতাংশ’। ডবল ইঞ্জিন সরকার ত্রিপুরায় মুখ থুবড়ে পড়েছে বলে এদিন কটাক্ষ করেন অভিষেক। বাংলার সিঙ্গল ইমেজ সরকার দেখে আসার জন্য আহ্বান জানিয়েছেন বিরোধীদের।