‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভার অধিবেশনে যোগ দিয়ে তিনি বলেন, ‘অগ্নিপথ আসলে বিজেপির ক্যাডার তৈরির প্রকল্প। এরাই ভোট লুট করতে সাহায্য করবে। পার্টি অফিসে পাহারা দেবে’। এই প্রকল্পের মাধ্যমে বিজেপি গুন্ডা তৈরি করতে চাইছে বলেও তোপ দাগেন মমতা।
অগ্নিপথে যাঁদের নিয়োগ করা হবে তাঁদের চার বছর পর কী হবে সেই প্রশ্নও এদিন সদনে তোলেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘এঁদের তো বন্দুক চালানোর লাইসেন্স দিয়ে দেওয়া হচ্ছে। কেন্দ্র তরুণদের স্থায়ী চাকরি দিলে আলাদা কথা। কিন্তু অগ্নিপথ আসলে চার বছরের ললিপপ।’ মমতার প্রশ্ন, ‘চার বছর পর তো এদের কাছে আগ্নেয়াস্ত্রের অনুমোদন থাকবে। তার পর এরা কী করবে? বিজেপি কি তা হলে গুন্ডা বানাচ্ছে’!
এর আগে রাজ্যে ভোট চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা। সোমবারও তিনি বলেন, ‘এরাই বিজেপির ভোট লুট করবে। পার্টি অফিস পাহারা দেবে’।
চার বছরের জন্য চুক্তির ভিত্তিতে সেনাবাহিনীতে তরুণদের নিয়োগের নতুন প্রকল্প সম্প্রতি ঘোষণা করেছে কেন্দ্র। যা নিয়ে দেশের নানা প্রান্তে বিক্ষোভ চলছে। রবিবার থেকে দিল্লির যন্তর মন্তরে অগ্নিপথের বিরুদ্ধে সত্যাগ্রহ শুরু করেছে বিরোধী দল কংগ্রেসও। এ বার বাংলার মুখ্যমন্ত্রী মমতাও বিধানসভায় কেন্দ্রের প্রতিরক্ষা সংক্রান্ত নীতির সমালোচনা করলেন।