পাখির চোখ ত্রিপুরার চার কেন্দ্রের উপনির্বাচন। ২৩ তারিখ ভোট সেখানে। তার আগে সোমবার শেষ প্রচারে সেখানে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ত্রিপুরার জনতার কাছে বর্তমান সরকারের বেহাল দশা তুলে ধরলেন। বিজেপি সরকারের ‘জনবিরোধী’ কার্যকলাপ সম্পর্কে সকলকে সচেতন করে অভিষেকের আরজি, বিজেপি বিরোধী ভোট কংগ্রেস বা সিপিএমে নয়, তৃণমূলেই যেন সব আসে। রাজ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে তৃণমূলই পয়লা নম্বরে। তাই প্রার্থীদের জিতিয়ে যেন তৃণমূলের হাত শক্ত করেন জনতা। এদিনের সাংবাদিক সম্মেলনে অভিষেক আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।
অভিষেক এদিন বলেন, ‘প্রতিশ্রুতি রাখতে পারেনি বিজেপি সরকার। বামেদের ২৫ বছরের সন্ত্রাসকেও হার মানিয়ে দিয়েছে চার বছরের গেরুয়া সন্ত্রাস’। পাশাপাশি অভিষেক আরও বলেন, ‘তৃণমূল মাটি কামড়ে পড়ে থাকবে। এখানকার মানুষের অধিকার পুনপ্রতিষ্ঠার জন্য তৃণমূল শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবে। মাথা নীচু করে তৃণমূল আপনাদের সেবা করবে। সমস্ত বিজেপি বিরোধী ভোট যেন তৃণমূলে আসে’।
একইসঙ্গে তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় করজোড়ে ত্রিপুরাবাসীর কাছে আবেদন জানান। তিনি বলেন, সকলকে আহ্বান জানাচ্ছি, নিজের ভোট নিজে দিন। নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করুন। বিজেপি বিরোধী ভোট নষ্ট করবেন না। তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করুন।