ফের একশো দিনের কাজ নিয়ে দুর্নীতির অভিযোগ। কাজ না করিয়েই টাকা তোলার অভিযোগ পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির লালুয়া পঞ্চায়েতের বনচাটুল গ্রামে। যদিও, এবারের এই অভিযোগ উঠল বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগ তুলে কেশিয়াড়ির ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে অভিযোগ দায়ের হয়েছে।
বস্তুত, বনচাটুল গ্রামের বাসিন্দা মধুসূদন দাস। তাঁর একটি পুকুর খননের কাজ ২০২০ সালে মঞ্জুর হয়। কিন্তু প্রায় দেড় বছর কেটে গেলেও এখনও সেই পুকুর খননের কাজ শুরু হয়নি। অথচ, মধুসূদনবাবু দেখেন তাঁর বাড়ির পুকুর খননের কাজের জন্য বরাদ্দ অর্থ একশো দিনের কর্মীর অ্যাকাউন্টে প্রায় ছ’মাস আগেই ঢুকে গিয়েছে টাকা। এরপরই দুর্নীতির অভিযোগ তুলে সরব হন মধুসূদনবাবু।
ইতিমধ্যেই কেশিয়াড়ির সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন তিনি। এই বিষয়ে মধুসূদন বাবু জানিয়েছেন, ‘২০২০-২১ আর্থিক বর্ষে একটি নতুন পুকুর খননের জন্য আবেদন করেছিলাম। আমরা শুনছি কাগজে-কলমে কাজ হয়ে গিয়েছে। তবে নতুন যে পুকুর হবে এক ঘরাও মাটি তোলেনি। যা টাকা এসেছিল তা জব সুপারভাইজার, ও পঞ্চায়েত প্রধানের পকেটে ঢুকেছে।’ মধুসূদন দাসের বক্তব্য, অবিলম্বে পুকুর খননের কাজ হোক। যাঁরা টাকা আত্মসাৎ করেছে তাঁরা যেন শাস্তি পায়। এই বিষয়ে বিডিও, বিপ্লব দত্ত জানিয়েছেন, ‘অভিযোগ জমা পড়েছে তদন্ত করে দেখা হবে।’