সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বাম আমলের একটি চিঠি। গ্রুপ ডি পদে চাকরি দেওয়ার জন্য আবেদন করা হয়েছে ওই চিঠিতে। যদিও ভাইরাল হওয়া চিঠির সত্যতা যাচাই করেনি ‘এখন খবর’। তবে এই চিঠিকে হাতিয়ার করে বামেদের বিরুদ্ধে তোদ দাগতে শুরু করেছে শাসক দল।
ভাইরাল হয়েছে সিপিএমের লেটার হেডে লেখা একটি চিঠি, যেটি আসলে চাকরির সুপারিশ। চিঠিটি দেখা বোঝা যাচ্ছে, সেটি ২০০৮ সালের ২৭ ডিসেম্বর লেখা হয়েছিল। ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পাচরা লোকাল কমিটির প্যাডে লেখা সেই চিঠি। বাম নেতা খগেন্দ্রনাথ মাহাতকে সেই চিঠি লেখা হয়েছে।
চিঠিতে লেখা রয়েছে, আমি শ্রী মোহিতলাল হাজরা, গ্রাম পালজাগুল, পোস্ট জাগুল। নিজেকে দুঃস্থ পরিবারের সন্তান ও বামপন্থী বলে পরিচয় দিয়েছেন চিঠির প্রেরক। তিনি জানিয়েছেন দীর্ঘদিন ধরে বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত। কারও চাকরির সুপারিশের কথা বলে তিনি লিখছেন, ‘একে আপনার কাছে পাঠালাম। ধেড়ুয়া অঞ্চল মাধ্যমিক বিদ্যালয়ের গ্রুপ ডি পদে যে লোক নেওয়া হবে, সেই বিষয়ে যাতে একে নেওয়া যায় তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণে অনুরোধ করছি। পরে আপনার সঙ্গে সাক্ষাৎ করে নেব।’
কার চাকরির জন্য সুপারিশ করছেন, তা বোঝা না গেলেও এটুকু স্পষ্ট যে, চাকরি যাতে পাওয়া যায়, তার জন্যই বাম নেতাকে চিঠি লিখেছেন তিনি। ২০০৮ সাল অর্থাৎ তখনও রাজ্যে ক্ষমতায় বামেরা। সেই সময়েই ওই চিঠি লেখা হয়েছিল বলে দাবি শাসক দলের। এই বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলে দেখছি। আসলে সিপিএম কী করেছিল সেটা নিশ্চয় সকলের জানা। এ ভাবেই চাকরি হত। তাঁর দাবি, যে ২৬৯ জনের নামের তালিকা বাতিল হয়েছে তাতেও বামফ্রন্টের নেতাদের পরিবারের সদস্য রয়েছেন।
Read: সেনাকে নিয়ে ছেলেখেলা করলে ফল ভালো হবে না – ‘অগ্নিপথ’ নিয়ে মোদী সরকারকে আক্রমণ ফিরহাদের