প্রাথমিক স্কুলে শিক্ষক-শিক্ষিকার পদে চাকরি দেওয়ায় নাম করে প্রতারণার অভিযোগে এ বার পুলিশের জালে হাওড়ার এক বিজেপি প্রার্থী। হাওড়ার উদয়নারায়ণপুরের বিজেপি নেতা সুমিতরঞ্জন কাঁড়ারকে পুলিশ গ্রেফতার করেছে। গত বিধানসভা নির্বাচনে উদয়নারায়ণপুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন তিনি।
কিছু দিন আগে উদয়নারায়ণপুর এলাকায় সুমিতরঞ্জনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, সুমিতরঞ্জন প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার নামে বহু বেকার ছাত্রছাত্রীর থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছেন। কিন্তু তিনি চাকরি দিতে পারেননি। এর পর টাকা ফেরত চাইলে সুমিতরঞ্জন কয়েক জন চাকরিপ্রার্থীকে চেক দেন। কিন্তু সেই চেক বাউন্স করে বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের। এর পর তাঁরা পুলিশের দ্বারস্থ হন। ঘটনার তদন্ত শুরু করে উদয়নারায়ণপুর থানার পুলিশ।
শুক্রবার রাতে হাওড়ার ফ্ল্যাট থেকে অভিযুক্ত বিজেপি নেতা সুমিতরঞ্জনকে গ্রেফতার করেছে উদয়নারায়ণপুর থানার পুলিশ। সেই খবর চাউর হতেই থানায় চাকরিপ্রার্থীরা জড়ো হন। সেখানে তাঁরা বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, গোটা ঘটনার সিআইডি তদন্ত করতে হবে।