আসামে বন্যায় বিজেপি নেতারা কোথায়? প্রচারে বেরিয়ে তোপ তৃণমূলের। ত্রিপুরা ও আসামের একাধিক জেলায় বন্যার প্রাদুর্ভাবে সাধারণ মানুষের জীবন দূর্বিষহ হয়েছে। দলের কর্মীদের উপর হামলার ঘটনায় তৃণমূল অভিযোগ জানানোর পর ৩৬ ঘণ্টা কেটে গিয়েছে। কিন্তু কোনও লাভ হয়নি। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে ক্ষোভ জানিয়েছে তৃণমূল।
ত্রিপুরার দায়িত্বে থাকা তৃণমূল কংগ্রেস নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, ‘জাতীয় নির্বাচন কমিশন এবং ধলাই জেলার এসপিকে জানিয়েও কোনও পদক্ষেপ করা হয়নি। বিজেপির হিংসা থামানো যায়নি। এমন কী গতকাল রাতেও অভয়নগর বাজারে আমাদের পতাকা,ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। আমরা শনিবার ফের কমিশন কর্তাদের সঙ্গে দেখা করার কথা পরিকল্পনা করেছি’।
প্রাক্তন সাংসদ রিপুন বোরা তথা আসাম তৃণমূলের সভাপতি বলেছেন, ‘কমপক্ষে ২৫ টি জেলা বন্যার তোড়ে ভেসে গিয়েছে। প্রায় ১২ লক্ষ মানুষ অসমে ঘরছাড়া। গত এক বছর ধরে বন্যা নিয়ন্ত্রণে বিজেপি কোনও পদক্ষেপ করেনি। অত্যন্ত খারাপ পরিস্থিতি চতুর্দিকে। কিন্তু, বিজেপি নেতারা অসম ছেড়ে ত্রিপুরাতে এসে উপনির্বাচনের জন্য প্রচার করছেন।”অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাও ত্রিপুরাতে প্রচারে করছেন। দুর্গতদের পাশে না থেকে কেন ত্রিপুরায় প্রচার, প্রশ্ন তোলেন বোরা। পাশাপাশি তাঁর আরও মন্তব্য, ‘মুখ্যমন্ত্রী ও তাঁর আমলাদের উচিত দুর্গতদের জন্য কাজ করা। কিন্তু, দুর্গতদের পাশে তাঁদের কাউকে দেখা যায়নি। তাঁরা সকলেই নিজ নিজ প্রচারে ব্যস্ত’।