অগ্নিপথ প্রকল্পের আঁচ এ বার সুপ্রিম কোর্টে পৌঁছে গেল। এই প্রকল্প খতিয়ে দেখার জন্য শীর্ষ আদালতে মামলা দায়ের করলেন দিল্লির এক আইনজীবী।
গত কয়েক দিন ধরেই কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প নিয়ে উত্তাল গোটা দেশ। ইতিমধ্যেই দেশের ১৩টি রাজ্যে এই প্রকল্পের বিরোধিতায় রেল, সড়ক অবরোধ, ভাঙচুর এবং আগুন লাগানোর মতো ঘটনা ঘটেছে। অগ্নিপথ প্রকল্প বাতিল করার দাবিতে সরব হয়েছেন দেশের তরুণ প্রজন্ম।
দেশ জুড়ে অগ্নিপথ প্রকল্প নিয়ে বিক্ষোভের আঁচ ছড়াতে শুরু করায় কেন্দ্র এই প্রকল্পে অগ্নিবীরদের বয়ঃসীমাতেও ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে। কিন্তু তাতেও বিক্ষোভের আঁচ না কমায় শনিবার এই প্রকল্পের নিয়ম আরও শিথিল করল কেন্দ্র।
অগ্নিবীরদের জন্য আরও ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় বাহিনী এবং অসম রাইফেলসে ১০ শতাংশ সংরক্ষণের কথা ঘোষণা করেছে মন্ত্রক। পাশাপাশি বয়সের ঊর্ধ্বসীমাও আরও পাঁচ বছর বাড়ানো হচ্ছে বলে ঘোষণা করেছে কেন্দ্র।