ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আরএসএস-এর অবদান দূরবীন দিয়েও খু্ঁজে পাওয়া যায় না। অথচ এবার দেশের জন্য সংঘ সেবকরা অনেক আত্মত্যাগ করেছেন বলে মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। হায়দ্রাবাদে সংগঠনের নতুন ভবনের উদ্বোধনে এসে তাঁর দাবি, সত্যকে কোনওদিনই চেপে রাখা যায় না।
তা একদিন না একদিন নিজের পথ করে নেবে। স্বাভাবিক ভাবেই ভাগবতের এই মন্তব্য নিয়ে হাসির রোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা মিলেছে মিমের ছড়াছড়ি। তেলেঙ্গানায় ওই ভবনের উদ্বোধনে এসে ভাগবত বলেন, ‘আরএসএস কর্মীরা অনেক আত্মত্যাগ করেছেন। আর করতে পেরেছেন বলেই সংগঠনটিকে এই চেহারা দেওয়া গিয়েছে।’