ন্যাশনাল হেরাল্ড মামলায় তাঁকে টানা জেরা করে চলেছে ইডি। তবে পরের দফার জিজ্ঞাসাবাদের জন্য সোমবার পর্যন্ত তাঁকে সময় দেওয়ার আরজি জানিয়েছিলেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতার সেই আরজি মেনে নিল কেন্দ্রীয় সংস্থা। এরপর সোমবার তাঁকে ফের সমন পাঠানো হবে বলে জানিয়েছে ইডি। ন্যাশনাল হেরাল্ড মামলায় ইতিমধ্যেই ৩০ ঘণ্টা জেরার মুখে পড়তে হয়েছে রাহুলকে। বৃহস্পতিবার ইডির কাছে একটি দিনের বিরতি চেয়ে নিয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।
সেই হিসেবে আজ, শুক্রবারই ফের তাঁর যাওয়ার কথা ছিল ইডি দপ্তরে। কিন্তু পরে তিনি আরজি জানান, তাঁকে আরও কয়েকদিন সময় দেওয়ার জন্য। অবশেষে সেই আরজি মেনে নিল কেন্দ্রীয় সংস্থা। প্রসঙ্গত, রাহুলের মা তথা কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী করোনায় আক্রান্ত হয়ে দিল্লীর গঙ্গারাম হাসপাতালে ভরতি। আপাতত সেখানে মায়ের কাছেই বেশির ভাগ সময় কাটাচ্ছেন রাহুল ও তাঁর বোন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা। এই কথা জানিয়েই কয়েকদিনের ‘ছুটি’ চেয়েছিলেন রাহুল। উল্লেখ্য, ওই একই মামলায় সোনিয়াকেও তলব করেছে ইডি। ২৩ জুন তাঁর ইডি দপ্তরে যাওয়ার কথা।
Read: এবার বিক্ষোভ ছড়াল দক্ষিণ ভারতে – ‘অগ্নিপথে’র আগুনে পুড়ল ট্রেন, স্টেশন ভাঙচুর বিক্ষোভকারীদের
Tweet: এবার বিক্ষোভ ছড়াল দক্ষিণ ভারতে – ‘অগ্নিপথে’র আগুনে পুড়ল ট্রেন, স্টেশন ভাঙচুর বিক্ষোভকারীদের
Rahul Gandhi