মোদী সরকারের অগ্নিপথ প্রকল্প নিয়ে সারা দেশজুড়ে অব্যাহত বিক্ষোভের ঝড়। তিবাদের আঁচ ছড়াচ্ছে বাংলাতেও। অগ্নিপথ প্রকল্পের বিরোধিতার নামে কোনও রকম বিশৃঙ্খলা বরদাস্ত করবে না রাজ্য প্রশাসন, নবান্নের তরফে এমনই বার্তা দেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। শুক্রবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভের ছবি সামনে আসছে। এই পরিস্থিতিতে সব জেলা প্রশাসনকে অগ্নিপথ প্রকল্পের জেরে বিক্ষোভ নিয়ে সতর্ক করল নবান্ন।
উল্লেখ্য, কলকাতার সমস্ত থানাকে সতর্ক করেছে নবান্ন। শুক্রবার সকাল থেকে হাওড়া, কলকাতার একাংশে কেন্দ্র ঘোষিত অগ্নপথ প্রকল্পের বিরোধিতা করে বিক্ষোভ প্রদর্শিত হয়। কলকাতা এবং হাওড়ার রেল পরিষেবাতেও প্রভাব পড়ে। বাতিল করা হয়েছে একের পর এক দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন। অগ্নিপথের জেরে শুক্রবার সকালে রেল অবরোধ হয় ঠাকুরনগরে, যা কিনা বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের গড় বলে পরিচিত। এই বিক্ষোভের জেরে ব্যস্ত সময়ে চরম সমস্যায় পড়লেন নিত্যযাত্রীরা।