অগ্নিপথ প্রকল্পে চুক্তিভিত্তিক সেনা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। আর তারই প্রতিবাদে উত্তাল প্রায় গোটা দেশ। বিক্ষোভের রেশ ছড়িয়েছে বাংলাতেও। প্রতিবাদ-আন্দোলনে উত্তাল ভাটপাড়া, ঠাকুরনগর, হাওড়া। সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ, রাস্তা অবরোধ করছেন বিক্ষোভকারীরা। ঠাকুরনগরে রেল অবরোধের জেরে শিয়ালদা-বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। এদিকে হাওড়া ব্রিজেও বিশাল মিছিল করে বিক্ষোভ হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের বিরোধিতায় শুক্রবার সকালে হাওড়া ব্রিজে প্রতিবাদ কর্মসূচি নিয়ে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। দুর্ভোগে পড়েন অফিসযাত্রীরা। বিক্ষোভ আটকাতে লাঠিচার্জ করে পুলিশ। বিক্ষোভকারীদের দাবি, তাঁরা তিন বছর ধরে এনসিসি করছেন। এবার অগ্নিপথ প্রকল্পে মাত্র চার বছরের জন্য় সেনাবাহিনীতে নিয়োগ করা হবে। চার বছরের মেয়াদ শেষে ৭৫ শতাংশকে ১১ লাখ টাকা দিয়ে অবসর দেওয়া হবে। অবসরপ্রাপ্তরা প্রাক্তন সেনাকর্মী হিসেবে নিজেদের পরিচয় দিতেও পারবেন না। সেনাবাহিনীর অবসরকালীন সুবিধা থেকেও বঞ্চিত হবেন। এই ব্যবস্থা কোনওপথেই মেনে নেওয়া যাবে না বলে দাবি বিক্ষোভকারীদের।