অগ্নিপথ প্রকল্পে চুক্তিভিত্তিক সেনা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। আর তারই প্রতিবাদে উত্তাল প্রায় গোটা দেশ। শুক্রবার সকালে যেমন দক্ষিণ-মধ্য রেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেকেন্দ্রাবাদ স্টেশনে তাণ্ডব চলেছে। পুলিশ জানিয়েছে, লাঠি এবং পাথর নিয়ে এক এবং দুই নম্বর প্ল্যাটফর্মে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে একদল উন্মত্ত জনতা। স্টেশনের দোকান এবং অফিসে ভাঙচুর চালানো হয়।
স্টেশন ছাড়ার মুখে শালিমারগামী ইস্ট-কোস্ট এক্সপ্রেসের একাধিক বগিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ট্রেন থেকে পার্সেল নামিয়ে তাতেও আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। লাইন নামিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ফলে ট্রেন পরিষেবা পুরোপুরি থমকে গিয়েছে। সেকেন্দ্রাবাদ স্টেশনে পরিস্থিতি রীতিমতো শোচনীয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করেছে পুলিশ। ‘হিন্দুস্তান টাইমস’-র রিপোর্ট অনুযায়ী, গুলিও চালানো হয়েছে। তারইমধ্যে সেকেন্দ্রাবাদ স্টেশনে ট্রেন চলাচল পুরো স্তব্ধ হয়ে গিয়েছে।
অন্যদিকে, বিহারে বিক্রমশীলা এক্সপ্রেসে আগুন ধরিয়ে দেওয়া হয়। জ্বালিয়ে দেওয়া হল লোহিত এক্সপ্রেসের একাধিক বগি। সমস্তিপুর স্টেশনের ঠিক বাইরে দ্বারভাঙা-নয়াদিল্লি সম্পর্কক্রান্তি এক্সপ্রেস, সুপৌলে সহর্সা-দ্বারভাঙা এক্সপ্রেসে আগুন ধরিয়ে দিয়েছে উন্মত্ত জনতা। শুধু তাই নয়। অগ্নিপথ প্রকল্প নিয়ে প্রতিবাদের সময় বিহারের উপ-মুখ্যমন্ত্রী রেণু দেবীর বাড়িতে হামলা চালানো হল। বেতিয়ায় রেণুর বাড়িতে হামলা চালানো হয়েছে। তবে আপাতত রেণু বেতিয়ায় নেই। তিনি পাটনায় আছেন।
Read: ‘অগ্নিপথ’ নিয়ে উত্তাল এনডিএ শাসিত বিহার – হামলা উপ-মুখ্যমন্ত্রীর বাড়িতে, ভাঙচুর বিজেপি অফিস-ও
Tweet: ‘অগ্নিপথ’ নিয়ে উত্তাল এনডিএ শাসিত বিহার – হামলা উপ-মুখ্যমন্ত্রীর বাড়িতে, ভাঙচুর বিজেপি অফিস-ও
Agnipath