ভবানীপুর উপনির্বাচনের আগে এক কর্মী সম্মেলন থেকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মদন একটু কালারফুল ছেলে। এবার ফের ‘কালারফুল’ অবতারে ধরা দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। শুক্রবার বিধানসভার গোটা আলো যেন তিনি শুষে নিলেন। শুক্রবার বিধানসভায় যখন মদন মিত্র প্রবেশ করেন তখন দেখা যায়, গায়ে ঘিয়ে রঙের তসরের পাঞ্জাবি, হলুদ রঙের কোচানো পাড়ের সিল্কের ধুতি। আর পায়ে সাদার উপর প্রিন্টেড ক্রকসের স্যান্ডেল। সঙ্গে চোখে হলুদ রঙের সানগ্লাস। এই পোশাক পরে আসতেই অনেকে বলে ওঠেন, সত্যিই কালারফুল নেতা।
এ নিয়ে মদন বলেন, ‘ব্রিটিশরা যখন ন্যাশনাল লাইব্রেরি তৈরি করেছিল, তার পাল্টা মিনার্ভা থিয়েটারের পাশে রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন চৈতন্য লাইব্রেরি। আজ সেই চৈতন্য লাইব্রেরিতে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে যাবো। সেখানে জিন্স পরে, কলার তুলে যাওয়াটা শোভা পায় না। তাই ধুতি-পাঞ্জাবি পরলাম।’