এবার ফরাসী ক্লাব প্যারিস সাঁ জারমাঁর বিরুদ্ধে সরকারি ভাবে উয়েফার কাছে নালিশ জানাল লা লিগা কমিটি। তাদের দাবি, প্যারিসের ক্লাব আর্থিক স্বচ্ছতার (ফিনান্সিয়াল ফেয়ার প্লে) নিয়ম ভঙ্গ করে কিলিয়ান এমবাপেকে চুক্তি নবীকরণের প্রস্তাব দিয়েছিল। যা বিশ্বজয়ী ফ্রান্সের স্ট্রাইকারকে রিয়াল মাদ্রিদের প্রস্তাব বাতিল করতে প্রভাবিত করেছে।
অবশ্য, রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ কিন্তু মনে করেন, এমবাপের পিএসজিতে থেকে যাওয়ার সবচেয়ে বড় কারণ রাজনৈতিক চাপ। লা লিগা কমিটি জানিয়েছে, যে তারা ইতিমধ্যেই উয়েফার কাছে দেওয়া চিঠিতে পিএসজির তীব্র নিন্দা করেছে। ঠিক যেমন তারা গত এপ্রিলে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধেও একই অভিযোগ জানিয়ে ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থার কাছে চিঠি দিয়েছিল। তবে এ বার লা লিগা কমিটি কিন্তু শুধুই উয়েফার কাছে অভিযোগ জানিয়ে হাত গুটিয়ে বসে থাকছে না। আরও কঠোর পদক্ষেপ নিতে পারে তারা।