অবশেষে মিটল অপেক্ষা। প্রকাশিত হল এবছরের রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফল। দুপুরে বোর্ডের তরফে আনুষ্ঠানিক ফলপ্রকাশ করা হয়। বিকেল চারটে থেকে বোর্ডের ওয়েবসাইট মারফত ডাউনলোড করা যাবে র্যাঙ্ক কার্ড। এবার জয়েন্ট্র এন্ট্রান্সে প্রথম হয়েছেন ব্যারাকপুর সেন্ট্রাল মডেল স্কুলের (সিবিএসই) হিমাংশু শেখর। দ্বিতীয় হয়েছেন শিলিগুড়ির নির্মাণ বিদ্যা জ্যোতি স্কুলের (সিবিএসই) হিমাংশু শেখর। রাজ্যে জয়েন্টে তৃতীয় হয়েছেন ফিউচার ফাউন্ডেশন স্কুলের সপ্তর্ষি মুখোপাধ্যায়। মেয়েদের মধ্যে প্রথম এবং রাজ্যে চতুর্থ সাউথ পয়েন্ট স্কুলের জাহ্নবী শ। মেধাতালিকার প্রথম ১০জনের মধ্যে ৬ জন সিবিএসই বোর্ডের। প্রথম ১০ জনের মধ্যে ২ জন আইসিএসই বোর্ডের। প্রথম ১০ জনের মধ্যে ২ জন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের।
ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অগাস্টের তৃতীয় সপ্তাহের শুরু হতে পারে কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন। সেপ্টেম্বরের শেষের দিকে কাউন্সেলিংয়ের তিনটি ধাপ সম্পন্ন হবে। ১৫ অগাস্টের পর সিট ম্যাট্রিক্স মিলবে বলে জানাচ্ছেন বোর্ডের সভাপতি মলয়েন্দু সাহা। চলতি বছর জয়েন্টে পাসের হার 98.5 শতাংশ । ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে পরীক্ষায় সফল হয়েছেন 80,132 জন। মোট পরীক্ষার্থীর মধ্যে উচ্চ মাধ্যমিক সংসদের 41,839 জন কৃতকার্য হয়েছেন। জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে উত্তর ২৪ পরগনা। তারপর যথাক্রমে – কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং হুগলি।
পরীক্ষার মাত্র ৪৮ দিনের মধ্যে প্রকাশিত হল ফলাফল। এবার পরীক্ষা নেওয়া হয়েছিল ৩০ এপ্রিল। পরীক্ষা হয়েছিল অফলাইনে। গতবারের তুলনায় এবছরের পরীক্ষার্থীর ছিল ২০ শতাংশ বেশি। পরীক্ষা দিয়েছেন মোট 81, 393 জন। এর মধ্যে পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীর সংখ্যা 69,413, পশ্চিমবঙ্গের বাইরে ছিল 32,000 জন। এর মধ্যে বাইরের রাজ্যেরও কয়েক হাজার পড়ুয়া রয়েছেন। মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল 277। তার মধ্যে 274টি পরীক্ষাকেন্দ্রেই ছিল এরাজ্যে। দুটি কেন্দ্র ছিল ত্রিপুরায় ও একটি অসমে। WBJEE 2022 পরীক্ষায় মোট 200 নম্বরের জন্য নেওয়া হয়েছিল।
প্রশ্নপত্রে 155টি MCQ প্রশ্ন ছিল। কিছু প্রশ্ন 1 নম্বরের এবং কিছু প্রশ্ন দুই নম্বরের ছিল। রাজ্য জয়েন্ট এন্ট্রাস বোর্ডের তরফে -এর তরফে জানানো হয়েছে, ফলাফল দেখা যাবে তাদের দুটি অফিসিয়াল ওয়েবসাইটে সেগুলি হল www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in-এ । প্রসঙ্গত, রাজ্য জয়েন্টের ফল প্রকাশিত হবে রেঙ্ক কার্ড এর আকারে। সেখানে পরীক্ষার্থীর নাম, বিভাগ জন্মতারিখ, আবেদনের নম্বর, Rank ও প্রাপ্ত নম্বর-সহ সব তথ্য থাকবে।