একুশের নির্বাচনে ২০০ আসনের লক্ষ্যে দৌড় শুরু করলেও ১০০ আসনও ছুঁতে পারেনি বিজেপি। দল ক্ষমতা দখলে ব্যর্থ হওয়ার পর থেকে গোষ্ঠী কোন্দল যেমন বাড়তে থাকে, তেমনই পাল্লা দিয়ে বাড়তে থাকে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধ নিচু তোলার কর্মীদের ক্ষোভ। আর এসবের জেরেই বাংলা নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছে কেন্দ্রীয় নেতৃত্ব। আসছে না ঠিক মতো ফান্ডও।
আর তার জেরেই টান পড়েছে দলের ভাঁড়ারে। এ নিয়েই এবার কেন্দ্রীয় নেতৃত্বের দ্বারস্থ হল রাজ্য বিজেপি। দিল্লীতে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী, সোশ্যাল মিডিয়া প্রধান অমিত মালব্য এবং জগন্নাথ চট্টোপাধ্যায়। সর্বভারতীয় সভাপতি ছাড়াও দিল্লীর একাধিক নেতার সঙ্গে বৈঠক করেন তাঁরা। নির্বাচনের আগে তহবিল চেয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে দরবার করেন রাজ্য বিজেপি নেতারা। মহকুমা পরিষদ এবং পঞ্চায়েত নির্বাচনের আগে দলের বিভিন্ন কর্মসূচি এবং সাংগঠনিক কাজ পরিচালনার জন্য অর্থের প্রয়োজন। এ ব্যাপারে কেন্দ্রীয় নেতৃত্বের থেকে সাহায্য চায় রাজ্য বিজেপি। যদিও তাতে লাভ হয়নি।