রাজস্থানের রাজনৈতিক উত্তেজনা অব্যাহত। এবার ১০ বছরের বেশি পুরনো সার দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ভাইকে আগেই ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার মুখ্য়মন্ত্রীর ভাই অগ্রসেন গেহলটের বাড়িতে হানা দিল সিবিআই। জানা গেছে, সার কেলেঙ্কারি নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদও করবেন তদন্তকারী অফিসাররা।
২০০৭ থেকে ২০০৯-এর মধ্যে সার আমদানি নিয়ে আর্থিক দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ। গত ২২ জুলাই অগ্রসেন গেহলট-সহ প্রবীণ কংগ্রেস নেতা তথা রাজস্থানের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ অনেকের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। শুধু রাজস্থান নয়। সার দুর্নীতি মামলায় বাংলা, গুজরাত ও দিল্লির অনেক জায়গাতেও হানা দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্ত এজেন্সির গোয়েন্দারা।
জানা গেছে, অনুপম কৃষি ও পটাশ লিমিটেড নামক একটি সংস্থার মালিক অগ্রসেন। তিনি ২০০৭-২০০৯ পর্যন্ত মোট ৩৫ হাজার মেট্রিকটন ভর্তুকিযুক্ত সার কিনে তা বেশি দরে বিক্রি করেছিলেন। এর আগে ২০১২-১৩ সালে একবার তদন্তে গতি এসেছিল। সেই সময়ে অগ্রসেন গেহলট বলেছিলেন, দাম বাড়িয়েছে ফোড়েরা। এর সঙ্গে তাঁর সংস্থার কোনও সম্পর্ক নেই। তাঁর সংস্থা কোনও বেআইনি মুনাফা করেনি। সেই তদন্ত মাঝে কয়েক বছর ঠান্ডা ঘরে থাকলেও ফের তা নিয়ে হইচই শুরু হয়েছে। যদিও কংগ্রেসের অভিযোগ, অশোক গেহলটকে চাপে রাখতেই ২০০৮ সালের পুরনো অভিযোগ খুঁচিয়ে তোলা হচ্ছে।