এবার ফের মুখ পুড়ল গেরুয়া শিবিরের। বিহারে স্ত্রীকে গুলি করে খুন করলেন মুঙ্গের জেলা বিজেপির সাধারণ সম্পাদক এবং দলের ওবিসি শাখার সহ-সভাপতি অরুণ যাদব ওরফে বড়া বাবু। স্ত্রীকে খুনের পর নিজেও আত্মঘাতী হয়েছেন তিনি। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা। বিজেপি নেতার বাড়ি থেকে দু’টি দেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ লাল দরজা এলাকায় নিজের বাড়িতেই স্ত্রী প্রীতি কুমারীকে খুনের পর আত্মঘাতী হয়েছেন বিজেপি নেতা। মুঙ্গের পুলিশের এসডিপিও নন্দজি প্রসাদ জানিয়েছেন, দম্পতির দেহ বাড়ির তিনতলার একটি বন্ধ ঘর থেকে উদ্ধার করা হয়েছে। বিজেপি নেতা নিঃসন্তান ছিলেন।
কোতওয়ালি থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) ধীরেন্দ্র কুমারকে পরিবারের সদস্যরা জানিয়েছেন, পর পর দু’বার গুলি ছোড়ার শব্দ পেয়েছিলেন তাঁরা। সেই শব্দ পেয়েই তিনতলার ঘরে ছুটে যান। কিন্তু ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। তার পরই তাঁরা পুলিশে খবর দেন। ঘর থেকে দু’টি পিস্তল উদ্ধার হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, দু’টি পিস্তল থেকে গুলি চালানো হয়েছিল। একটি স্ত্রীকে খুন করার জন্য, অন্যটি নিজের জন্য।