অগ্নিপথ প্রকল্পে চুক্তিভিত্তিক সেনা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। আর তারই প্রতিবাদে উত্তাল প্রায় গোটা দেশ। শুক্রবার সকালেও যেমন অশান্ত বিহার। পাশাপাশি বিক্ষোভ শুরু হয়েছে তেলেঙ্গানাতেও।এবার উত্তরপ্রদেশের বালিয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন ধরিয়ে দিলেন বিক্ষোভকারীরা। ভাঙচুর চালানো হয় স্টেশনেও। দাউ দাউ করে জ্বলছে ট্রেনের বেশ কয়েকটি কোচ। ট্রেনের বাকি কোচ দ্রুত সরিয়ে নিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন শতাধিক পুলিশ ও রেলরক্ষী।
প্রসঙ্গত, কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় উত্তাল দেশ। বৃহস্পতিবার থেকেই উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় অশান্তি শুরু হয়। শুক্রবার সকাল থেকে সেই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়তে থাকে। এদিন বালিয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে কয়েকটি কামরায় আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। পুলিশ ও রেলরক্ষীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগেই স্টেশনে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। তবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। জনতাকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। বার করে দেওয়া হয় স্টেশনের বাইরে। তারপরই জ্বলন্ত কামরাগুলি থেকে অন্যান্য কামরাগুলি সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন পুলিশ ও রেলরক্ষীরা।
Agnipath