দেশজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভের আগুন। মোদী সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে অব্যাহত প্রতিবাদ। এবাদ অগ্নিপথ আন্দোলনেদ প্রথম বলি হলেন এক যুবকের। শুক্রবারের সকাল থেকেই বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়ে দেশের দক্ষিণাংশে। হায়দ্রাবাদ এবং খম্মাম, নালগোন্ডার মতো জেলায় চলে অবরোধ কর্মসূচী। প্রসঙ্গত, দক্ষিণ ভারতের রাজ্যগুলির মধ্যে তেলুগুভাষীরাই ভারতীয় সেনায় সংখ্যাগরিষ্ঠ। ব্রিটিশ আমলে মাদ্রাজ রেজিমেন্ট গঠিত হয়েছিল। আজও সেনাবাহিনীতে সেই রেজিমেন্ট রয়েছে। এই রেজিমেন্টের অধীনে থাকা ব্যাটেলিয়নগুলির সেনাদের অধিকাংশরাই তেলঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। দীর্ঘদিন ধরেই এই দুই রাজ্যের বাসিন্দারা ভাল সংখ্যায় সেনায় যোগদান করেন।
উল্লেখ্য, শুক্রবার, ১৭ই জুন দুপুরে সেকেন্দ্রাবাদ স্টেশনে ঢুকে পড়ে আন্দোলনকারীরা। দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সমাল দিতে জনতার উপর সে সময় অন্তত ১৭ রাউন্ড গুলি চালায় পুলিশ। তাতেই প্রায় যায় এক যুবকের। মৃত যুবক তেলঙ্গানার ওয়ারঙ্গল জেলার বাসিন্দা বলে সেকেন্দরাবাদ পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় অনেকেই আহত হয়েছে। আহতদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার মোদী সরকারের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ অগ্নিপথ প্রকল্পের কথা প্রকাশ্যে আনেন। আদপে সেনাবাহিনীতে অস্থায়ী নিয়োগ চালু করছে বিজেপি সরকার। অগ্নিপথ প্রকল্পের আওতায়, সাড়ে ১৭-২১ বছরের তরুণ-তরুণীরা চার বছরের জন্য মাসিক ৩০-৪৫ হাজার টাকা বেতনের চুক্তিতে সশস্ত্র বাহিনীর তিন শাখায় অর্থাৎ স্থল, নৌ এবং বায়ুসেনায় যোগ দিতে পারবেন। এরপরেই রাজ্যে রাজ্যে মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। পথে নামেন সাধারণ মানুষ। আন্দোলন আরও তীব্রতর হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।